শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৯:২৭ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবর্তনের প্রথম শর্ত ঐক্যবদ্ধ হওয়া : ফখরুল

শিমুল মাহমুদ: পরিবর্তনের প্রথম শর্ত জাতীয়ঐক্য হওয়া উচিত বলে মন্তব্য করেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের আন্দোলন সংগ্রাম কোন ব্যক্তি বিশেষকে বা কোন দলকে ক্ষমতায় আনার জন্য নয়। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার কে ফিরিয়ে আনার জন্য। তাই সমস্ত রাজনৈতিক দলকে এবং সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দানব সরকারকে পরাজিত করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই কথাগুলো বলছেন কেন? আপনারা এতো ভয় পেয়েছেন কেন? এতো ভীত হয়েছেন যে, মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে সম্পূর্ণভাবে বোকা বানিয়ে আপনারা মনে করেন পার পেয়ে যাবেন। জনগণ এখন আর বোকা নয়, তারা এখন সব বোঝে।

তিনি বলেন, আমরা যেকোনো সভা করার আগে এখন ভয় পাই। কেন ভয় পাই জানেন? ওই যে ব্লেম গেম। ওরাই পটকা মেরে বলবে আমরা পটকা মেরেছি। এটাই হচ্ছে সমস্যা। এই সরকার এই গেমগুলো খুব ভালো জানে। তারাই এ খেলা খেলে অভ্যস্ত।

খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ সেই জামিন আটকে দিয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের কার উপর কিভাবে আস্থা রাখবো। হাইকোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ আটকে রাখলেন। আমরা বিচার বিভাগের এই আদেশগুলোর মধ্যে সরকারের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি।

এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা জনবিরোধীসরকার। কারণ তারা নির্বাচিত সরকার নয়। এই আওয়ামী লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, তা প্রমাণ হয়ে গেছে। কাজেই আগামী নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষ সরকার থাকতে হবে।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মুস্তফা, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়