শিরোনাম

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে অধ্যক্ষকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে তিনজন শিক্ষার্থীকে অধ্যক্ষের মারধরের ঘটনায় প্রায় শতাধিক শিক্ষার্থী কলেজ ছেড়ে বের হয়ে ক্লাশ বর্জন করেন। এ নিয়ে ওই কলেজের শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

কলেজ ও শিক্ষার্থী সূত্রে জানাগেছে, উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয় কলেজের এইচএসসির প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার রাতে বাকবিতন্ডা হয়।

পরে এ ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এসে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কিছু না বলে উল্টো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমনসহ তিনজনকে গালমন্দ দেন এবং মারধর করেন। এর প্রতিবাদে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অধ্যক্ষের উপর ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার সকালে কলেজ থেকে বেড় হয়ে গিয়ে ক্লাশ বর্জন করেন। পরে কলেজে হোষ্টেল সুপার পঙ্কজ কান্তি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে ডাসার থানার ওসি এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, তিন শিক্ষার্থীকে অধ্যক্ষ স্যার এসে মারধর করার কারনে আমরা ক্লাশ বর্জন করেছি। দ্বন্দ্ব করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা অথচ অধ্যক্ষ স্যারে আমাদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মারধর করেছেন।

অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন, রাতের আধারে শিক্ষার্থীদের মাঝে হঠাৎ উত্তেজনা দেখা দিলে আমি গিয়ে কয়েকটি চর থাপ্পর দিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করেছি। সকালে তারা ক্লাশ বর্জন করলে আমরা তাদেরকে ফিরিয়ে আনি।
এ ব্যাপারে ডাসার ওসি এমদাদুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সবাইকে শান্ত থাকার জন্য বলে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়