শিরোনাম

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গফরগাঁওয়ে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওপেন হাউজ ডে

আজহারুল হক, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার রাতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলে রাত ১১টা পর্যন্ত। বক্তারা অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলার আহবান জানান।

এছাড়া বাল্য বিয়ে, ইভ টিজিং ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তোলে তা প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও ময়মনসিংহ পুলিশ লাইনের শিল্পিবৃন্দ। অনুষ্ঠানে গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খানের তনয়া শিশু শিল্পি আদিবার একক সঙ্গীত উপস্থিত সকলকে বিমুগ্ধ করে।

এর আগে সোমবার বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে প্রধান্ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী পিপিএম।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহসান অ্যাডভোকেট, গফরগাঁও থানা কমিউনিটি পোলিশিং সভাপতি ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, সাবেক বিআরডিবি চেয়ারম্যান সাংবাদিক ফকিরএ মতিন , মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা, ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, যুবলীগ নেতা কাওসার আহম্মেদ, পৌর যুবলীগ নেতা মাহমুদুল হাসান সজিব, তাজমুন আহম্মেদ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন গফরগাঁও থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন, উপ পরিদর্শক সাইফুল ইসলাম, উপ পরিদর্শক আহসান হাবীবসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ কনস্টেবলবৃন্দ। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়