শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৫:৪৮ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শিক্ষাই একমাত্র মাধ্যম সুন্দর জাতি গঠনের’

মোহাম্মদ রাশিদুল হাসান:  ২০১৮ সালে অনুষ্ঠিত কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় এ.কে.খান ইউসেপ টেকনিক্যাল স্কুল (ভোকেশনাল) থেকে এবার মোট ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে ৬০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উত্তীর্ণ হয়। কৃতী এই ৬০ শিক্ষার্থীকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয় ইউসেপ বাংলাদেশ।

ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান আবদুচ ছালাম। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাট মেকারস্ গ্রুপের জেনারেল ম্যানেজার ও ইউসেপ সিপিইজেড নিয়োগকর্তা কমিটির চেয়ারম্যান গোলাম নেওয়াজ বাবুল, সালেহ্ স্টীল ইন্ডাস্টিজ লিঃ ও ইউসেপ নাছিরাবাদ নিয়োগকর্তা কমিটির ভাইস চেয়ারম্যান এর পরিচালক একরামুল হক, ইস্পাহানী মার্সাল লিঃ এর ডেপুটি ম্যানেজার রেজাউল করিম, ছাফা মোতালেব ডিগ্রী কলেজের সভাপতি ও সমাজ সেবক আবু তাহের ইউসেপ ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের সকল কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম বলেন, ইউসেপ বাংলাদেশ ১৯৭২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর তথা চট্টগ্রামের দরিদ্র, গরীব ও বস্তিবাসী ছেলে-মেয়ে, যুবদের সাধারণ শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণ দিয়ে চাকুরীতে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এ.কে.খান ইউসেপ টেকনিক্যাল স্কুলের এই অর্জন সত্যিই প্রশংসার দাবিদার। তিনি আরো বলেন, সুন্দর জাতি গঠনের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা, আর এই মানসম্মত শিক্ষা প্রসারে আলোকবর্তিকা হিসেবে নিরবে ইউসেপ বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই অর্জন দেশ ও জাতির সকলের, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশে শিক্ষা ব্যবস্থায় এই ধরনের অগ্রগতি সম্ভব হচ্ছে। পরিশেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়