শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোয়ার-ভাটার রাজনীতি

মহিউদ্দিন খান মোহন: জোয়ার-ভাটা প্রকৃতির নৈমিত্তিক নিয়ম। প্রাকৃতিক নিয়মে প্রতিদিনই সাগর-নদীতে জোয়ার-ভাটা সৃষ্টি হয়। জোয়ারের সময় সাগর-নদীর পানি বেড়ে ফুলেফেঁপে ওঠে, দু’কুল প্লাবিত করে। আবার ভাটার সময় সে জলরাশি চলে যায় অনেক দূরে, কখনো কখনো নদীর তলদেশে হয় তার অবস্থান। সাগর এবং নদীতে প্রতিদিন সকাল-বিকাল চলে এ জোয়ার-ভাটার খেলা।

রাজনীতিতে জোয়ার-ভাটার প্রসঙ্গ টেনে এনেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপির রাজনীতিতে এখন ভাটার টান চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা উপলক্ষে গত ২০ জুলাই এক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেছেন, একসময় আমাদের ভাটার (আওয়ামী লীগ) টান ছিল। এখন বিএনপির ভাটা চলছে। তাদের জোয়ার হবে কীনা, জানি না। তবে, আজকে যে জোয়ার তা আওয়ামী লীগের পক্ষে। আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগ জোয়ারে ভাসবে। রাজনীতিতে কখনো জোয়ার কখনো ভাটা থাকে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যকে অযৌক্তিক বলা যাবে না। কেননা, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বর্তমানে যে দশায় উপনীত হয়েছে, তাতে ভাটার টানের বিষয়টি স্পষ্ট। চেয়ারপার্সন আদালতের রায়ে কারাগারে, সিনিয়র ভাইস-চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমান আদালতের দেয়া দন্ড মাথায় নিয়ে বিদেশে রয়েছেন। সিনিয়র নেতাদের মধ্যে যারা দেশে রয়েছেন, তারা দলকে সঠিক দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিতে পারছেন এমনটি মনে হচ্ছে না। শীর্ষনেত্রীর মুক্তির দাবিতে দলটি এখনো পর্যন্ত কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নি। তৃণমূলের নেতাকর্মীরা এ ক্ষেত্রে জানবাজি লড়াইয়ে আন্তরিক হলেও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংশয়-সন্দেহ সবার মনে। ফলে সাধারণ নেতাকর্মীরা দিন দিন মনোবল হারিয়ে ফেলছে।

বিএনপি একটি গণসংগঠন। সারা দেশে এর লাখ লাখ কর্মী রয়েছে। কিন্তু দলটির নেতৃত্ব তাদেরকে মাঠে নামিয়ে সরকার বিরোধী একটি কার্যকর আন্দোলন গড়ে তুলতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এটাকে কী বলা যায় আন্তরিকতার অভাব, নাকি সাহসের অভাব? কেন তারা মাঠে নামতে পারছে না?

বিএনপির যে কোনো পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বললেই তারা সরকারের জুলুম-নির্যাতনের প্রসঙ্গ টানেন। এটা ঠিক যে, সরকারের দমননীতি বিএনপির বর্তমান কোণঠাসা অবস্থার অন্যতম কারণ। সভা-সমাবেশ-মিছিল করতে চাইলেই পুলিশ যেভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাতে সাধারণ নেতাকর্মীদের ভীত সন্ত্রস্ত হওয়ারই কথা। কিন্তু তাই বলে ‘বিনাযুদ্ধে দিয়ে দিব গোটা রাজ্যপাট’-এমনটি কি মেনে নেয়া যায়? বিরোধীদলের ওপর সরকারের নিপীড়ন নতুন কিছু নয়। সে জুলুম নির্যাতনকে মেকাবেলা করেই তাদের এগিয়ে যেতে হয়। বলাই বাহুল্য, বিএনপির মধ্যে সে ধরনের স্পৃহা এবং প্রত্যয় একেবারোই লক্ষণীয় নয়। আর এ অবস্থাকেই ওবায়দুল কাদের ভাটার সঙ্গে তুলনা করেছেন।

তবে তিনি স্বীকার করেছেন, এক সময় তারাও (আ. লীগ) ভাটাতে ছিলেন। মিথ্যে নয়। বিরোধী দলে থাকতে তারাও প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছেন। কিন্তু আজ বিএনপিকে যে চরম প্রতিকূল পরিস্থিতি মেকাবিলা করতে হচ্ছে, আওয়ামী লীগকে তা কখনোই করতে হয় নি। তাদেরকে পড়তে হয়নি এ ধরনের খুন ও গুমের কবলে।

তিনি অবশ্য বেজায় আনন্দ প্রকাশ করেছেন নিজ দল আওয়ামী লীগের জোয়ার দেখে। শুধু তাই নয়, আগামী নির্বাাচনে আওয়ামী লীগ এ জোয়ারেই ভাসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বিএনপির মান অবস্থা দেখে তিনি ওই ধরনের আশাবাদ ব্যক্ত করতেই পারেন। প্রধান প্রতিপক্ষকে ভাটার টানে ঠেলে দিতে পারলে নিজেরা জোয়ারে ভাসার আশা করাটা অসঙ্গত নয়। তবে, একটি নির্দিষ্ট নিয়মে যেমন সাগরে জোয়ার ভাটা হয়, তেমনি রাজনৈতিক অঙ্গনেও যদি সবকিছু নিয়ম মাফিক চলে, তাহলে কারা কখন জোয়ারে ভাসবে, কারা ভাটার কবলে পড়বে আগে থেকে বলা মুশকিল।
লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
ব-সধরষ : সড়যড়হ৯১@ুধযড়ড়.পড়স

  • সর্বশেষ
  • জনপ্রিয়