শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে দু’টি মন্দিরের মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা

তপু হারুন, (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দু’টি মন্দিরের মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে পৌরশহরের খালভাঙ্গা ও পালপাড়া এলাকায় মহাশ্মশান কালী মন্দির ও খালভাঙ্গা সার্বজনীন কালী মন্দিরে ওই ঘটনা ঘটে।

জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের খালভাঙ্গা ও পালপাড়া এলাকায় মহাশ্মশান কালী মন্দির ও খালভাঙ্গা সার্বজনীন কালী মন্দিরে অবস্থিত দু’টি কালী মূর্তি দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ভেঙে ফেলে। সোমবার দুপুরে গোসল সেরে পূঁজা করতে গিয়ে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে এলাকাবাসী উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করেন। সভাপতি মূর্তি ভাঙ্গার বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অরুন সরকার মন্দির দু’টি পরির্দশন করেন।

সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাশ্মশান কালী মন্দিরে তালা দেওয়া। জানালার গিরিলের ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে কালিমূর্তি ভেঙে ফেলা হয়েছে। ভাঙ্গা অংশ মেঝেতে পড়ে আছে। খালভাঙ্গা সার্বজনিন কালী মন্দিরের ঘরের দরজা ভেঙ্গে মুর্তি বের করে ভেঙ্গে পাশে ভোগাই নদীতে ফেলে দেওয়া হয়েছে।

নালিতাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সুরুজ্জামান বলেন, রাতের আধারে কেউ হিংসাপরায়ন হয়ে কাজটি করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বলেন, মন্দিরের মূর্তি ভাঙার বিষয়ে পুলিশকে অবহিত করার পরপরই ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। ওই ঘটনায় তদন্ত চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়