শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্তামুক্ত সফর ইয়াবা সম্রাটের!

রবিন আকরাম : ওমরা পালনের পর এবার সরকারি সফরে গেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ইয়াবা সম্রাট এমপি বদি। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সকল সদস্য ও কর্মকর্তারা এই সফরে রয়েছেন।

সরকারের মাদকবিরোধী অভিযানে সবচেয়ে আলোচিত এই ইয়াবা সম্রাটকে এখনো আইনের আওতায় আনতে পারেনি সরকার। বদির বিরুদ্ধে ব্যাবস্থা না নিলেও চিন্তামুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। অভিযোগ থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বদির বিরুদ্ধে প্রমাণ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে কেউ আইনের উর্ধে নয়। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে। অথচ সারাদেশে মাদকবিরোধী অভিযানে প্রতিদিন নিহতের সংখ্যা বাড়লেও ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন এই ইয়াবা গডফাদার।

এদিকে, মাদকবিরোধী অভিযানের আগে পাঁচটি রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরি করে সরকার। সেই তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আছে বদির নাম। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় এক নম্বরে আছে বদির নাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ মানব পাচারকারীর তালিকাতেও তাঁর নাম ছিল। দেশে মাদক ইয়াবার গডফাদার ও ব্যবসায়ীর তালিকায় টানা ১০ বছর ধরে ছিল বদির নাম। কিন্তু গত মার্চ মাসে একটি সংস্থার তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া হয়। তবে সেই তালিকায় বদির পাঁচ ভাই, এক ফুপাতো ভাই, দুই বেয়াই ও এক ভাগ্নের নাম আছে।

প্রসঙ্গত, ২২ জুলাই রাতে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেন এমপি বদি। জাপান থেকে মালয়েশিয়া হয়ে আগামী ৩১ জুলাই বাংলাদেশে ফিরে আসবেন তিনি। এমপি বদি যাতে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়