শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিশ লাখ শহীদদের স্মরণার্থে বৃক্ষরোপণ কর্মসূচি

অধ্যাপিকা অপু উকিল : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসীনা জাতির জনকের কন্যা। মুক্তি যুদ্ধের চেতনাকে বিক্রিত করার ষড়যন্ত্র হয়েছিলো, এবং এর ইতিহসকে নস্যাৎ করা এবং মুক্তি যোদ্ধাদের অপমান অপদস্ত করা হয়েছিলো। রাজাকার, আল বদর, আল সামসদের মন্ত্রী বানিয়ে সংসদে যায়গা দিয়ে এবং এদের হাতে দেশের পাতাকা তুলে দেওয়ার মধ্যদিয়ে এসব কর্মকান্ডে আমাদের শহীদদের অবমাননা করা হয়েছিলো। মাননীয় প্রধানমন্ত্রী তার দায়ীত্ব নেওয়ার পর মুক্তিযোদ্ধাদেরকে সকল ধরণের সুযোগ সুবিধা দিয়েছেন। এবং মুক্তি যোদ্ধাদের পরিবারের সদস্যদের যেন মূল্যায়ন হয় এবং তাদের যেন কোনো অবমাননা না হয় তার জন্য তিনি সব করছেন। একজন মুক্তিযুদ্ধাও যেন বাংলার মাটিতে অবহেলায়, অনাহারে ও চিকিৎসা না পেয়ে মারা যায় সেই দিকে প্রধান মন্ত্রী অনেক খেয়াল রাখেন। তাদের সকলের জন্য যাতায়াতে এবং চিকিৎসায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি যারা শহীদ হয়েছেন, তাদের আত্মা যেন শান্তি পায় এবং তাদেরকে আমরা সবসময় যারা বেচেঁ আছেন তাদের যেন সব সময় শ্রদ্ধা এবং যারা শহীদ হয়েছেন তাদের যেন না ভুলি এবং কখনই যেন তাদের অবমাননা করা না হয়। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। শহীদদের ত্যাগের মহিমাকে স্বরণ করার জন্য নানা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় তিনি একজন বৃক্ষ প্রেমী মানুষ। গাছ ভালো বাসেন, সবুজ ভালো বাসেন। তাই তিনি গাছ লাগিয়ে ত্রিশলাখ শহীদদের শ্রদ্ধা জানিয়েছন এবং স্বরণ করেছেন। বাংলাদেশের মাটি, আকাশ, ফুল, ফল, মৃদু বাতাস সবই ত্রিশ লাখ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে। এই গাছ গুলো লাগিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করেছেন। আমি মনে করি, তার এ কাজের সাথে সকলেই সহমত পোষণন করে শহীদদের সম্মানার্থে বাংলাদেশের সকল মানুষেরই একটি করে গাছ লাগানো উচিৎ।
পরিচিতি : সাবেক সংসদ সদস্য, আওয়ামিলীগ / মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/ সম্পাদনা : ফাহিম আহমেদ বিজয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়