শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৫:১৩ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট বিএনপি-ছাত্রদলের ৩৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর পুলিশের কাছ থেকে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, সরকারি কাজে বাধা ও ক্ষতিসাধনের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টাসহ সিলেট বিএনপি ছাত্রদলের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। রবিবার (২২ জুলাই) সিলেট মহানগর পুলিশ শাহপরাণ থানায় মামলা দায়েল করেন মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই ফয়েজ আহমদ শামীম। মামলায় অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা পুলিশের নিরাপত্তা হেফাজত থেকে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এছাড়াও তারা সরকারি কাজে বাধা ও সাধারণ মানুষের চলাচলে রাস্তা বন্ধ করে ক্ষতিসাধন করায় মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই বাদী হয়ে ৩৯ জনকে এজহার নামীয় আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ মামলার এজহার নামী আসামিদেরকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। তিনি আরও জানান, পুলিশ এ মামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ ও ছাত্রদলকর্মী এনামুল হককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলার এজহার নামীয় আসামিরা হলেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ হক, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, সহ সভাপতি সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকিসহ ৩৯ জন নেতাকর্মী।
উল্লেখ্য, শনিবার (২১ জুলাই) সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার কার্যালয় (দক্ষিণ) থেকে বিএনপি কর্মী রাসেল আহমদ ও সুমন আহমদ ছাড়িয়ে আনতে নেতাকর্মীদের নিয়ে পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপির মেয়র প্রার্থী আরিফ। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়