শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কি হাস্যকর দেশ আমার, কী জঘন্য!

সরোয়ার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের হামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান রক্তাক্ত হওয়ার ঘটনায় মামলা না নেয়ার সমালোচনা করে বলেন, ‘কী হাস্যকর দেশ আমার। কী জঘন্য!’

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের হামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান রক্তাক্ত হওয়ার ঘটনায় মামলা না নেয়ার সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল।

সোমবার রাতে আসিফ নজরুল ফেসবুকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন: ‘সিলেটে সড়কে অবস্থান করায় বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আর ছাত্রলীগ তাদের চোখের সামনে কাউকে পিটিয়ে রক্তাক্ত করলে বা প্রকাশ্যে কাউকে হাতুরি দিয়ে হাড্ডি গুড়া করে দেয়ার মতো অপরাধ (যার সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড) করলেও মামলা দেয় না পুলিশ।’

টক শো’র পরিচিত মুখ আসিফ নজরুল দুটি ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশের ভিন্ন চেহারার সমালোচনা করে লিখেছেন, ‘কী হাস্যকর দেশ আমার। কী জঘন্য!’

গতকাল রবিবার একটি মানহানি মামলায় কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গেলে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে ঘেরাও করে। আদালত থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা চালায় ছাত্রলীগ। এ সময় তার গাড়িও ভাঙচুর করে। পরে মাহমুদুর রহমানকে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিচারের আশ্বাস দিয়েছেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়