শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৩:২৫ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করল আফগানিস্তানের আইএস

সাইদুর রহমান : অস্ত্র ছাড়তে চায় আইএস জঙ্গিরা। শুধু অস্ত্র ছাড়াই নয়, মূল স্রোতে ফিরতে চায় তারা। আর সেই কারণে আফগান সরকারের কাছে আত্মসমপর্ণ করল ১১ আইএস জঙ্গি। এভাবে বন্দুক ছেড়ে মূল স্রোতে ফিরতে আসা আইএস জঙ্গিদের ক্ষেত্রে একেবারে নজিরবিহীন ঘটনা।

এমনকি আফগান সরকারও বিষয়টি নজিরবিহীন বলে মনে করে। শুধু তাই নয়, আগামীদিনে আরও জঙ্গি এভাবে মূল স্রোতে ফিরে আসবে বলে দাবি সরকারের। কারণ এই সমস্ত জঙ্গিদের মূল স্রোতে ফিরে আসা অবশ্যই অন্যান্য জঙ্গিদের কাছেও অনুপ্রেরণা হবে বলে মনে করা হচ্ছে।

মূলত, আফগানিস্তানের জাওয়াজান প্রদেশ আইএস অধ্যুষিত বলেই পরিচিত। সেই এলাকারই ১১ জঙ্গি আফগান সেনার কাছে নিজেদের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করে। শেবেরগান ঘটনাটি ঘটেছে।

আফগান পুলিস অফিসার গুলাম আলি জানাচ্ছেন, জাওয়াজন প্রদেশের দারজাব জেলায় আইসিসরা ভীষণ সক্রিয়। কিন্তু সরকারের সঙ্গে আইসিস-র দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ থেকে অব্যাহতি পেতে চায় তারা। তাদের পরিবারের কাছে ফিরে যেতে চায় বলে আর্জি জানিয়েছে আইসিস জঙ্গিরা।

অন্যদিকে, আত্মসমপর্ণ করা জঙ্গিরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তালিবান জঙ্গিদের সঙ্গে আইএসের সংঘর্ষে প্রাণ যায় আমাদের মতো লোকজনের। আর এভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনও লাভ হয় না। আর দিনে দিনে যেভাবে শক্তি ক্ষয় হচ্ছে লড়াইয়ের ক্ষমতাও কমছে বলে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। সূত্র : কলকাতা ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়