শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেয়ারবাজারে কমেছে বিদেশিদের বিনিয়োগ

ফয়সাল মেহেদী: দেশের শেয়ারবাজারে বিদেশিদের বিনিয়োগের পরিমাণ কমেছে। চলতি মাসের প্রথম পক্ষে বা ১৫ দিনে শেয়ারবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ কমেছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনের ১০ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬৮ পয়েন্ট কমেছে। একই সঙ্গে কমেছে বিদেশীদের শেয়ার লেনদেন। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৪২৫ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছেন।

এর আগের পক্ষে অর্থাৎ জুন মাসের শেষ ১৫ দিনে (১৬-৩০ জুন) মোট ৬৭৯ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছিলেন তারা। সে হিসেবে আগের পক্ষের তুলনায় চলতি পক্ষে বিদেশীদের লেনদেনের পরিমাণ কমেছে ৩৭ দশমিক ৩৫ শতাংশ।

এদিকে লেনদেনে বিদেশিদের অংশগ্রহণ কমলেও চলতি পক্ষে সামগ্রিক বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে। জুলাই মাসের প্রথম পক্ষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৮৬২ কোটি ৩২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট। এ সময়ে দৈনিক গড় লেনদেন হয়েছে ৮৮৬ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।

এর আগের পক্ষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ১৯৯ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৮৮ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা। সেই হিসাবে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ হাজার ৬৬২ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা এবং গড় লেনদেন বেড়েছে ১৯৭ কোটি ৪১ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়