শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০২:০৪ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মুদ্রা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান চীনের

লিহান লিমা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা মুদ্রা কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং জানায়, ওয়াশিংটন বাণিজ্য যুদ্ধকে উস্কে দিতে এমন মন্তব্য করছে।

শুক্রবার ট্রাম্প বলেন, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের মুদ্রার মান এবং সুদের হার নিয়ন্ত্রণ করছে যা রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত করছে। এই সময় ট্রাম্প বলেন, ‘আমি দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রতিটি পণ্যের ওপর শুল্কারোপ করতে প্রস্তুত।’

সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় ট্রাম্পের এই অভিযোগ প্রত্যাখ্যান করে। তারা জানায়, ইয়ানের মূল্য বাজারের পরিস্থিতির ওপর নির্ধারিত হয়ে থাকে। মন্ত্রণালয়ের মুখপাত্র জেং সুয়াং সাংবাদিকদের বলেন, ‘চীনের রপ্তানিকারকদের সঙ্গে প্রতারণা করার কোন ইচ্ছেই নেই। যুক্তরাষ্ট্র একের পর এক বাণিজ্য যুদ্ধকে উস্কে দেয়ার পরিস্থিতি সৃষ্টি করছে, চীন কখনোই এমনটি চায় না। তবে হ্যাঁ, চীন বাণিজ্য যুদ্ধকে ভয়ও পায় না।’

এই সময় চীনা পণ্যের ওপর ট্রাম্পের শুল্কারোপের প্রেক্ষিতে মন্ত্রণালয় আরো জানায়, যখন দরকার হবে চীন লড়াই করবে। চীনের জনগণকে হুমকি দিয়ে কোন লাভ হবে না।

এর আগে ট্রাম্প চীনের ৩৪ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ২৫ ভাগ শুল্কারোপ আরোপ করেন। বেইজিংও ওয়াশিংটনের ওপর পাল্টা শুল্কারোপ করে। প্রতিশোধমূলক শুল্কারোপ কার্যকর হওয়ার পর ট্রাম্প আবার ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেন, চীনও একই পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেয়। ইয়ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়