শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনগরে দুই কিশোরীর আত্মহত্যা

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক সাথে দুই কিশোরী রুপনা বিশ্বাস (১৩) মনিকা বিশ্বাস (১৪) আত্মহত্যা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কী কারণে তারা আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছে না। রাজনগর থানার পুলিশ ২৩ জুলাই সোমবার বিকেল ৪টায় লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রামের মৃত হিরেন্দ্র বিশ্বাসের মেয়ে রুপনা বিশ্বাস (১৩) ও একই বাড়ির সুনীল বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস (১৪) প্রায় একই সঙ্গে থাকতো। রুপনা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ও মনিকা ২০১৭ সালে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে বাদ দিয়ে দেয়।

সোমবার সকাল ১১ টার দিকে কিশোরীদ্বয়ের মা বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজনগর উপজেলা সদরে যান। এসময় তারা বাড়িতেই ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে মনিকা বিশ্বাসের ছোট বোন দশম শ্রেণির ছাত্রী কনিকা বিশ্বাস পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে ঘরে ঢুকার সময় সামনের দরজা বন্ধ দেখতে পায়। এসময় সে গরু ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দু’জনকে ঘরের চালার কাঠের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। তার চিৎকারে বাড়ির লোকজন জড়ো হন।

কনিকা রুপনা গলায় রশি ও ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন রশি ও ওড়না কেটে লাশ দুুটি নামায়।

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার আলামত সংগ্রহ করে এবং লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে কনিকা বিশ্বাস ও রুপনা বিশ্বাসের একই সঙ্গে আত্মহত্যার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। তার কি কারণে আত্মহত্যা করতে পারে সেসম্পর্কে কেউ কোন তথ্য দিতে পারছে না।

দুই কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ও রাজনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক পর্যবেক্ষনে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়