শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ১২:৫২ দুপুর
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মান্না ভাই অনেক বড় মনের মানুষ ছিলেন’

মহিব আল হাসান : মান্না ভাইয়ের সাথে আমার অনেক সুপারহিট সিনেমা আছে। আমি তার সাথে অনেক সিনেমায় কাজ করেছি। কাজ করতে গিয়ে তার সাথে আমার পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। মান্না ভাই অনেক বড় মনের মানুষ ছিলেন। তার অনেক বড় বড় স্বপ্ন ছিল। আমরা সবাই মিলে তার স্বপ্ন পূরণ করতে পারি। কথাগুলো বলছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋুুপর্ণা সেনগুপ্ত। সোমবার ঢাকা ক্লাবে নায়ক মান্নার কৃতাঞ্জলি কথাচিত্র প্রযোজিত ‘জ্যাম’ সিনেমার মহরত অনুষ্ঠানে এসে কথাগুলো বলছিলেন তিনি।

বক্তবে ঋতুপর্ণা আরও বলেন, আজকে মান্না ভাইয়ের জন্য অনেক কষ্ট লাগছে। তবুও জীবনের গতিতে জীবন চলবে। মান্না ভাই অনেক বড় মাপের শিল্পী ছিলেন। তিনি সবসময় সিনেমা নিয়ে ভাবতেন। মান্না ভাই আজ আমাদেও মাঝে নেই তবুও হৃদয় জুড়ে তিনি আমাদেও মাঝে বেঁচে আছেন থাকবেন।

নায়ক মান্নার স্ত্রীকে নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘শেলী (মান্নার স্ত্রী) আপাকে আমি আমার দিদি ভাবি। আমি একজন পজেটিভ মনের মানুষ। আমরা সবাই ভিশন নিয়ে বাঁচি। স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। শেলী আপার মধ্যে দেখেছি মনের অনেক জোর তার। অনেক বড় উদ্যোগ নিয়েছেন তিনি। তার পাশের মানুষরা তার পাশেই থাকবেন। আমার ছোঁয়া দিয়ে তার স্বপ্নের সঙ্গে কিছুটাও যদি সামিল হতে পারি। সেই প্রচেষ্টা থাকবে আমার।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ ছাড়া চলচ্চিত্র পরিচালক শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
‘জ্যাম’ ছবির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। আর ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

কৃতাঞ্জলী কথাচিত্র থেকে ১০ বছর আগে শেষ ছবি প্রযোজিত হয়। ছবিটি ছিল এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’। মান্নার মৃত্যুর পর নতুন কোনো ছবি নির্মাণ হয়নি এই প্রযোজনা সংস্থা থেকে।

প্রতিষ্ঠানটি থেকে নির্মাণ করা হয়েছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’ ছবিগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়