শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশাগত বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করছে শ্রম মন্ত্রণালয়

তরিকুল ইসলাম সুমন : পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দেশের প্রথম পেশাগত স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য সরকারের সাথে এএফসি হেলথ লিমিটেড ও ভারতের ফর্টিস হেলথ কেয়ার লিমিডেট এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আশরাফ শামীম এর উপস্থিতিতে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায় এবং এএফসি হেলথ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক এস এম সাইফুর রহমান নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

নারায়নগঞ্জের চাষাড়ায় শ্রম অধিদপ্তরের এক একর এক শতাংশ জমির ওপর প্রায় তিন’শ তিন কোটি টাকা ব্যয়ে তিন’শ শয্যার এ বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালে পেশাগত শ্রমিকদের জন্য এক’শ শয্যা সংরক্ষিত থাকবে।

পাবলিক প্রাইভেট পাটনারশিপের-পিপিপির মাধ্যমে ‘ডেভেলপমেন্ট অব অকুপেশনাল ডিজিজ হসপিটাল, লেবার ওয়েলফেয়ার সেন্টার এন্ড কমার্সিয়াল কমপ্লেক্স এট চাষাড়া অন পিপিপি ব্যাসিস’ প্রকল্পের মাধ্যমে ৪ বছরে এ হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে। আগামী মাসে এ হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিপিপি’র প্রধান নির্বাহী এস আফসর এইচ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহা-পরিচালক ড. আনিসুল আওয়াল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন) ড. মোঃ রেজাউল হক, উপ-প্রধান মোঃ জাকির হোসেন, শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ আবু আশরিফ মাহমুদ এবং এএফসি হেলথ লিঃ এর পরিচালক জুয়েল খান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়