শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমাম শাফেঈ রাহ. এর বিনয় ও নম্রতা

সাইদুর রহমান: বিনয় আত্মমর্যাদাশীল উচ্চ মনোবলের অধিকারী ব্যক্তিদের বৈশিষ্ট্য। এসব মহৎ ব্যক্তিরা অর্নথক এবং অহেতুক কাজকর্ম এড়িয়ে চলে। এরকমই এক মহৎ গুনান্বিত ব্যক্তি ইমাম শাফেঈ রাহ.। একবার ইমাম মুহাম্মাদ বিন ইদরীস আল-শাফেঈ রাহ. মসজিদে একটি মাসআলা বর্ণনা করছিলেন। তখন তার ছাত্র ইউনুস বিন আব্দুল আ’লা তার সাথে মতপার্থক্য করেন।

ইউনুস রাগান্বিত হয়ে দাঁড়িয়ে যান এবং বৈঠক ছেড়ে বাড়িতে চলে আসেন। রাত হলো। তখন ইউনুস লক্ষ্য করলেন, কে যেন তার বাড়ির দরজায় কড়া নাড়ছেন। ইউনুস জানতে চাইলেন বলেন, দরজায় কে? আগমনকারী বলেন, মুহাম্মাদ বিন ইদরিস।
ইউনুস বলেন, আমি মুহাম্মাদ বিন ইদরিস নামে ইমাম শাফেঈ ছাড়া আর কাউকে চিনি না। দরজা খুলে আকস্মিক ইমাম শাফেঈকেই দেখতে পেলাম।

ইমাম শাফেঈ বললেন, হে ইউনুস, দেখ, শত শত মাসায়েল আমাদের একত্র করে রাখল আর একটি মাত্র মাসআলা আমাদের বিচ্ছিন্ন করে দিল। আর তুমি সব মতবিরোধপূর্ণ বিষয়ে বিজয়ী হওয়ার চেষ্টা কর না। কখনো কখনো পরিস্থিতি মোকাবেলার চেয়ে মানুষের মনোবাসনা রক্ষা করা উত্তম।

তুমি যে সেতু বানিয়েছো এবং তা দিয়ে পার হয়েছো তা কখনো ভেঙ্গে দিও না। কখনও বা তুমিই সে সেতুর প্রয়োজনে পড়তে পার। সর্বদা ভুলকে অপছন্দ কর, ভুলকারীকে নয়। অন্তকরণ দিয়ে গুনাহকে ঘৃণা কর অপরাধীকে নয়। শুধু বক্তব্যের সমালোচনা কর, বক্তাকে নয়। কেননা আমাদের করণীয় হল, রোগকে খতম করা, রোগীকে নয়।

তুমি সর্বক্ষেত্রেই আদর্শ হওয়ার চেষ্টা করো না। তবে যদি তোমার কাছে দুশ্চিন্তাগ্রস্থ কেউ আসে তবে চুপ থাক। ভুল স্বীকারকারী এলে তাকে ক্ষমা কর। প্রয়োজনগ্রস্থ এলে উপকার কর। যদি কখনো কাঁটা পাও তবে ফুল লাগাও।

নোট: আল মাওদু ওয়েব সাইট থেকে গল্পটি অনূদিত। অনুবাদ করেছেন: সাইদুর রহমান, সম্পাদনায় ওমর শাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়