Skip to main content

ইরানের শীর্ষস্থানীয় নেতাদের নিষেধাজ্ঞা দিতে ভীত নয় যুক্তরাষ্ট্র: পম্পেও

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ইরানের শীর্ষস্থানীয় নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিতে ভীত নয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থানে কৌশলগত ব্যবস্থা নেয়ার প্রেক্ষিতে ইরানের উচ্চপর্যায়ের নেতাদের বিরুদ্ধে এধরণের নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ইরানি জনগণের সামনে এক ভাষণে এসব বলেন তিনি। পম্পেও বলেন, দেশটির শীর্ষ পর্যায়ে নেতাদের সামাল দিতে ভীত নই আমরা। এসময় তিনি ইরানের বিচার বিভাগের প্রধান সাদেক লোহানীর ওপর জানুয়ারি মাস থেকে চলতে থাকা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেন। পম্পেও ইরানিদের উদ্দেশ্যে আগামী ৪ নভেম্বরের মধ্যে দেশটি থেকে অন্যান্য দেশগুলোকে তেল আমদানি বন্ধ করার হুঁশিয়ারি দেন। ইরানের ওপর নতুন করে আরো অনেক ধরণের নিষেধাজ্ঞা রয়েছে যুক্তরাষ্ট্রের। এ বিষয়টিও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, গত ৮মার্চ ইরান পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরিত এ চুক্তিটির নিন্দাও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একই সাথে ইরানের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়ার কথাও জানান তিনি। এএফপি

অন্যান্য সংবাদ