শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি রেখেছে কয়েকটি দেশ

কান্তা আইচ রায়: বর্তমানে দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখনও বিশ্বের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি রেখেছে। প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করতে এমনকি বিদেশি নাগরিকদের উপর হামলা হতে পারে বলেও আশঙ্কার কথা বলা হচ্ছে এ সব দেশের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে।

যা বর্হিবিশ্বে বাংলাদেশ সম্পর্কে শুধুমাত্র নেতিবাচক ভাবমূর্তিই নয় বিদেশি পর্যটক আসার অন্যতম বাধা বলে মনে করেন দেশের পর্যটন সংশ্লিষ্টরা। এ অবস্থায় যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বিত পদক্ষেপ নেয়া জরুরী বলে মনে করেন তারা।

২০১৬র জুনে গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনার পরে জাপান ইতালি সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে সে দেশের পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। এর পর বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনও আট থেকে দশটি দেশ বাংলাদেশ ভ্রমনে সতর্কতা জারি রেখেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার দূতাবাস ও হাইকমিশন এর ওয়েবসাইটে গিয়ে দেখা যায় বাংলাদেশে ভ্রমনের বিষয়ে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

খুব বেশি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমন না করার আহ্বান জানান হয়েছে এসব ওয়বেসাইটে। এ ছাড়া বাংলাদেশে বিদেশি নাগরিকদের উপর হামলা হতে পারে বলেও আশঙ্কার কথা বলা হচ্ছে এ সব দেশের পক্ষ থেকে। যা বাংলাদেশে বিদেশি নাগরিকদের ভ্রমনে নিরুৎসাহিত করছে বলে মনে করেন দেশের পর্যটন উদ্যোক্তারা।

প্রতিবেশি অনেক দেশের তুলনায় বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট শান্ত রয়েছে উল্লেখ করে পর্যটন মন্ত্রনালয় বলছে বাংলাদেশ ভ্রমনে কোন বিদেশির নিরাপত্তা ঝুকি নেই।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় এর সচিব মুহিবুল ইসলাম বলেন, একটা দুটা ইনসিডেন্ট দিয়ে তো একটা স্টেটকে বিচার করা সম্ভব না। আমরা মনে করি কেউ বেড়াতে আসলে তাদেরকে আমরা শতভাগ নিরাপত্তা দিতে পারব।

তবে বাংলাদেশ ভ্রমনে কয়েকটি দেশের সতর্কতা তুলে নেয়ার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি সংশ্লিষ্ট কোন দফতর থেকেই। তাই দেশের পর্যটনা বিকাশের স্বার্থে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় কে সাথে নিয়ে উদ্যোগ নিতে হবে পর্যটন মন্ত্রনালয়কেই। এমনটাই মনে করেন বিশেষজ্ঞের।

ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের সাবেক চেয়ারম্যান বলেন ,ট্রাভেল এলার্ট থাকলে প্রাথমিক দায়িত্ব হলো তাদেরকে রিকোয়েস্ট করা যেন তারা এই দেশে আসেন।

বাংলাদেশ ভ্রমণে কয়েকটি দেশের এই ভ্রমন সতর্কতা বর্হিবিশ্বে বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করায় এখনই এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া জরুরী বলে মনে করেন দেশের পর্যটন সংশ্লষ্টিরা। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়