শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে আগুন

শহীদুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড়স্থ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে আগুন লেগেছে।

সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে ১১টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নির্বাপণে কাজ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগর গোয়েন্দা কার্যালয়ের চার পাশে ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায়। এর পর আগুন জ্বলতে দেখা যায়। এই কার্যালয়ে চট্টগ্রামের বহু গুরুত্বপুর্ণ ও চাঞ্চল্যকর মামলার নথিপত্র রয়েছে। আগুন থেকে এসব নথি রক্ষা করা কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়েছে কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী আমাদেরসময় ডটকমকে জানান, সোমবার সকাল সোয়া ১১টার দিকে লাল দীঘি পাড়ে নগর পুলিশের সদরদপ্তরে গোয়েন্দা কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী আরো জানান, খবর পেয়েই আমাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ঊর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থলে আছেন।

কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সদস্যরা। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়