শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় রেস্তোরাঁয় শিশুসহ গুলিবিদ্ধ ১৪, হামলাকারী নিহত

সান্দ্রা নন্দিনী: কানাডার টরেন্টোতে বন্দুকধারীর হামলায় কিশোরীসহ ১৪জন গুলিবিদ্ধ হয়েছে। এতে হামলাকারী নিহত হয়েছে বলে রোববার নিশ্চিত করেছে টরেন্টো পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ২৫টি গুলির আওয়াজ শুনতে পেয়েছেন। কালো টুপি পরা এক শ্বেতাঙ্গ ব্যক্তিকে রেস্টুরেন্টের ভেতরে গুলি চালাতে দেখা গেছে। হামলাকারী রেস্টুরেন্টের দিকে যায় এবং কাঁচ ভেদ করে গুলি চালানো শুরু করে।

টরোন্টোর গ্রিক টাউউন এলাকায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। পূর্ব টরেন্টোতে প্রচুর জনপ্রিয় দোকান, ক্যাফে ও রেস্তোরাঁ রয়েছে।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। পুলিশ, প্যারামেডিক্স ও দমকল বাহিনী সেখানে অবস্থান করে দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, টরেন্টোতে বন্দুক হামলার ঘটনা আশংকাজনকহারে বেড়ে চলেছে। এ শহরে বন্দুক হামলায় নিহতের সংখ্যা ২০১৮ সালে গত বছরের এসময়ের তুলনায় ২৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। এছাড়া, গত সপ্তাহে পুলিশের তথ্য থেকে জানা যায়, বন্দুক হামলার ঘটনা ১৩ শতাংশ বেড়েছে। রয়টার্স, ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়