শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৫:২১ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যখন একটি ইনিংস দলের জয়ে অবদান রাখে,তখন সেটা সবসময়ই স্পেশাল কিছু: তামিম

স্পোর্টস ডেস্ক: এভাবে ঘুরে দাড়াবে বাংলাদেশ- সেটা হয়ত অনেকে ভাবেননি। কারণ টেস্টে হতাশাজনক পারফরমেন্স ছিল বাংলাদেশের। কিন্তু কাল যেভাবে ধীর-স্থির ব্যাটিং করেছেন তামিম-সাকিব, তাতে ম্যাচজয়ের আভাস পাওয়া যাচ্ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দুরে থেকে সাকিবের সাজঘরে ফেরাটা মেনে নেয়ার মতো ছিল না। কিন্তু তামিম ধীরতার পরিচয় দিয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। ১৬০ বলে করেছেন ১৩০ রান।

নান্দনিক এই ইনিংস নিয়ে খুব বেশি কথা বলেননি তামিম। শুধু বলেন, 'যখন একটি ইনিংস দলের জয়ে অবদান রাখে, তখন সেটা সবসময়ই স্পেশাল কিছু।'

তবে এই উইকেটে রান তোলা যে মোটেই সহজ ছিল না সেটাও জানিয়েছেন তামিম। বলেছেন, 'আমরা যখন ব্যাটিং করতে আসি, এটা মোটেই সহজ উইকেট ছিল না। আমাদের শক্তিশালী অবস্থানে যেতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয়, প্রথম ২৫ ওভার সত্যিই অনেক কঠিন ছিল। বল টার্ন করছিল এবং ফাস্ট বোলাররাও সাহায্য পাচ্ছিল। তাই আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল যতটা সম্ভব সময় খেলে যাওয়া, স্কোরবোর্ডের দিকে না তাকিয়ে। আমাদের মনে মনে একটা লক্ষ্য ছিল, যেটা আমরা মুশফিকের ব্যাটিংয়ে পেয়ে যাই। আমরা আসলে লক্ষ্যটা পার করে ২০ রান বেশি করতে পেরেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়