শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনো শর্ত মেনে নির্বাচন হবে না, সংবিধান অনুযায়ী হবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো শর্ত মেনে নয়, সংবিধান অনুযায়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একেক সময় একেক কথা বলে। একসময় বলে, খালেদা জিয়াকে ছাড়া তারা নির্বাচনে যাবে না। এখন বলছে, নির্বাচন তারা প্রতিহত করবে। তাদের এ ঘোষণার মধ্যে চক্রান্ত ও সহিংসতার গন্ধ আছে। এখানে নাশকতার আশঙ্কা করছি আমরা। বিএনপির দেয়া কোনো শর্ত মেনে দেশে নির্বাচন হবে না।

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ নিয়ে কারো সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই। দেশে

এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে, নির্বাচন নিয়ে সংলাপ করতে হবে। সংবিধান অনুযায়ী অক্টোবরের যেকোনো সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়েই এ সরকার গঠন হবে। অন্য কাউকে রাখার কোনো সুযোগ নেই।

‘বিভিন্ন কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে’ বিএনপির এমন অভিযোগের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো তো সভা-সমাবেশ করছেই। আগামীতেও করবে। এ ব্যাপারে কেউ অনুমতি চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বলা হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এ ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তারা ইস্যু খুঁজতে গিয়ে কখনো কোটা আন্দোলন, কখনো লর্ড কারলাইলকে ভারতে এনে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটানোর চেষ্টা করছে। অনেকে বিদেশে থেকে এসব চক্রান্তের ছক তৈরি করছে।

সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ বাড়াবাড়ি করেছে, এমন অভিযোগ পাওয়ার কথা জানান ওবায়দুল কাদের। এ বিষয়ে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোনো অভিযোগ যেন আর না আসে, সে বিষয়ে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়