শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ: রিজভী

নিউজ ডেস্ক: আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ওইসব এলাকার ধানের শীষ প্রতীকের এজেন্টদের পুলিশ সাদা পোশাকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেফতার দেখাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রিজভী বলেন, রাজশাহীতে যাদের ধানের শীষের এজেন্ট মনোনীত করা হয়েছে, তাদের কারো নামেই কোনো মামলা নেই। তার পরও গোয়েন্দা পুলিশ এজেন্টদের নির্বিচারে আটক করে ১৫-২০ ঘণ্টা পর তাদের নামে মিথ্যা মামলা, বানোয়াট মামলা সাজিয়ে গ্রেফতার দেখাচ্ছে। একই অবস্থা সিলেট ও বরিশালেও। এসবের উদ্দেশ্য একটাই— ভোটারদের ভয় দেখানো।

নির্বাচন কমিশন অসহযোগিতা করছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন অভিযোগ নিয়ে বিএনপির প্রতিনিধি দল গেছে ইসিতে। কিন্তু নির্বাচন কমিশন এ অভিযোগগুলো পাওয়ার পরও নির্বিকার, নিশ্চুপ। শুধু নীরব নয়, সরকারের অনুষঙ্গ হিসেবে কাজ করছে তারা।

সংবাদ সম্মেলনে কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর বলেও জানান রিজভী। তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, দেশনেত্রী খালেদা জিয়া এখনো গুরুতর অসুস্থ। তার জ্বর ও শরীরে প্রচণ্ড ব্যথা কোনোভাবে কমছে না। অসুস্থতার কারণে তিনি নিচের তলায় নেমে দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে পারছেন না। গতকাল তার স্বজন ও আইনজীবীরা উপরে গিয়ে এটা প্রত্যক্ষভাবে দেখে এসেছেন। তাকে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়ার দাবি জানাই আমরা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, শামসুজ্জামান সরুজ, আমিনুল হক, হাফেজ আবদুল মালেক ও শাহ মো. নেসারুল হক উপস্থিত ছিলেন।সূত্র: বণিকবার্তা/ জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়