শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারণার আড়ালে সংগঠিত হচ্ছে জামায়াত : নাশকতার আশঙ্কা বাড়ছে

ডেস্ক রিপোর্ট : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অনেকটা কৌশলী অবস্থান নিয়েছে জামায়াত। মেয়র পদে প্রকাশ্যে গণসংযোগ না করলেও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার আড়ালে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছে তারা। বিশেষ করে রাজশাহী বিশ^বিদ্যালয় এলাকার আশপাশে এবং নগরীর সীমান্তবর্তী মহল্লাগুলোতে তারা বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছেন তারা। বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে, দৃশ্যমান না হলেও জামায়াত তাদের সঙ্গে আছে, তাদের পক্ষে কাজ করছে।

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে রাজশাহী বিশ^বিদ্যালয়ের পার্শ্ববর্তী বেশ কয়েকটি ওয়ার্ডসহ ৮-১০টি ওয়ার্ডে জামায়াতের শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের ১৩ জন ওয়ার্ড কাউন্সিলর ও ২ জন মহিলা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এই এলাকাগুলোতে প্রতিদিন নিজেদের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করছেন জামায়াতের নেতাকর্মীরা। কিছু এলাকায় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের প্রতিরোধের মুখেও পড়ছেন তারা।

গত ১৭ জুলাই বিকেলে রাজপাড়া থানার ২নং ওয়ার্ডের কোর্ট কলেজ এলাকায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী মোখলেসুর রহমানের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে জামায়াতের ৪ নারী কর্মী। পড়ে ভ্রাম্যমাণ আদালত ওই ৪ নারী কর্মীকে ১ মাসের কারাদণ্ড দেয়। একই দিন নগরীর জাহাজঘাট এলাকায় নির্বাচনী প্রচারণায় সরকারবিরোধী বক্তব্য রাখায় ২৮ নম্বর ওয়ার্ড মহিলা জামায়াতের আমির বেলী বেগমকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মারধর করে পুলিশে সোপর্দ করে।
সূত্র জানায়, এই নির্বাচনকে ঘিরে জামায়াত তফসিল ঘোষণার শুরু থেকেই সংঘবদ্ধ। তারা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পনার ছক আঁকছে। এর আগে নিজেদের শক্তি প্রমাণ করতে এই নির্বাচনকে বেছে নিয়েছে জামায়াত। এ জন্য সিটি করপোরেশনের মধ্যের দুটি থানাকে তারা বেছে নিয়েছে। এমনিতেই জামায়াত মতিহার ও শাহ মখদুম থানা এলাকায় সংঘবদ্ধ। প্রশাসনের তৎপরতার কারণে অনেকটাই ভঙ্গুর হয়ে গিয়েছিল জামায়াত-শিবির। প্রচারণার আড়ালে এখন আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। এ ছাড়া ভোটারদের মানসিক অবস্থা পরিমাপ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ পরিস্থিতিতে সংগঠিত হয়ে জামায়াত নাশকতা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলছেন, জামায়াতের উপস্থিতি দৃশ্যমান না হলেও মাঠে ঠিকই আমাদের পক্ষে কাজ করছে। জামায়াতের নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে গণসংযোগ করছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, জামায়াত এই ভূখণ্ডে মিথ্যা প্রমাণিত হয়েছে। তাদের আর অস্তিত্ব নেই। তারপরও ছোবল মারার জন্য মুখিয়ে আছে তারা। বিএনপি তাদের সেই সুযোগ দিচ্ছে। নিজস্ব শক্তি না থাকায় তারা জামায়াতের ওপর ভর করবেই। তবে এই টার্মে এসব করে আর কিছুই হবে না। জনগণ এখন অনেক বেশি সচেতন।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ ইউসুফ গত শুক্রবার গ্রেপ্তারের আগে বলেছিলেন, কেন্দ্রীয়ভাবে ২০ দলীয় জোটের একক প্রার্থী ঠিক করা হয়েছে বুলবুলকে। আমরা তার সমর্থনেই কাজ করছি। পরিবেশগত কারণ, বিশেষ করে আমাদের থানা কমিটির আমির ও ওয়ার্ডের নেতা এমনকি কাউন্সিলর প্রার্থীদের গ্রেপ্তার, নেতাকর্মীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার কারণে ঠিক আগের মতো বিএনপি নেতাদের সঙ্গে আমাদের গণসংযোগে দেখা যাচ্ছে না। তবে আমরা বিএনপির মেয়রপ্রার্থীর পক্ষে আমাদের মতো করে কাজ করছি। সূত্র : ভোরের কাগজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়