শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০৩:৪৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতন্ত্র ছাড়া দেশের কোনো উন্নয়ন প্রচেষ্টাই টেকসই হবে না

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা শেষে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, গণতন্ত্র ছাড়া দেশের কোন উন্নয়ন প্রচেষ্টাই টেকসই হবে না। জনগণকে অধিকারহীন রেখে উন্নয়নের কোন উদ্যোগই মানুষকে তুষ্ট করবে না। শনিবার সভায় আগামী ২৪ জুলাই বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সফল করারও আহ্বান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়- উন্নয়নের কথা বলে সরকার বাস্তবে গণতন্ত্র ও সুশাসন দুটোকেই বনবাসে পাঠিয়েছে। সরকারের যৌক্তিক ও ন্যায্য সমালোচনাকে দেশদ্রোহীতা ও রাজাকারী হিসাবে আখ্যায়িত করা সরকারের বেসামাল অবস্থারই প্রমাণ। প্রস্তাবে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন ব্যর্থ করে দেয়ারও কোন অবকাশ নেই।

সভার প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশীদারিত্বমূলক করতে অনতিবিলম্বে দমন-পীড়ন বন্ধ, নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ বিলোপ, সরকারকে পদত্যাগ করে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং বর্তমান নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের দাবি জানানো হয়।

সভায় একই সঙ্গে জুলুম, দুঃশাসন, দুর্নীতি-লুটপাট প্রতিরোধ করে মুক্তিযুদ্ধের দিশায় দেশকে এগিয়ে নিতে সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, মুনিরুল হক বাচ্চু, সজীব সরকার, ডা. খন্দকার মোসলেউদ্দীন, রাশিদা বেগম, সরকার রইসউদ্দীন, রাজবিহারী দাস, খলিলুর রহমান, ফিরোজ আহমেদ ও কে.এম আলীদাদ, রহিমা খাতুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়