শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০২:২৯ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী দক্ষ সার্জনের মতোই জঙ্গিবাদের ব্লক সরাচ্ছেন : তথ্যমন্ত্রী

রফিক আহমেদ : জাতির হৃদয় থেকে জঙ্গি-সাম্প্রদায়িকতার ব্লকগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হার্ট সার্জনের মতোই সরিয়ে চলেছেন। ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক হৃদযতœ (কার্ডিয়োকেয়ার) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথাই বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার অপরাহ্নে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলের গ্র্যান্ড বলরুমে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আয়োজিত এ সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে হাসপাতালের চেয়ারপার্সন প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে সুখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক এস আর খানসহ সারাদেশের সহস্রাধিক কার্ডিয়াক চিকিৎসক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, চার হাজার বছরের সভ্যতাসমৃদ্ধ এদেশের হৃদয়ে জোর করে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার ব্লক চাপিয়ে দেয়া হয়েছিল। শেখ হাসিনা তা দক্ষ সার্জনের মতোই সরাচ্ছেন।

হাসানুল হক ইনু এসময় নিজের হৃদরোগের চিকিৎসার ওপর আলোকপাত করে এদেশের চিকিৎসকদের ওপর তার শতভাগ আস্থার কথা বলেন। সেইসাথে তিনি বলেন, চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

এ অনুষ্ঠান থেকে তথ্যমন্ত্রী সরাসরি এপোলো হসপিটালে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিক ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ- মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদকে দেখতে যান। মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলাপকালে তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন ও দ্রুত উন্নতি প্রার্থনা করেন। ৯৬ বছর বয়সী অধ্যাপক মোজাফফর ২০১৫ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়