শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০১:৫১ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোরপূর্বক মাহমুদুর রহমানকে সন্ত্রাসীদের কাছে তুলে দেওয়া হয়েছে: ফখরুল

শিমুল মাহমুদ : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জোরপূর্বক কোর্ট থেকে বের করে সন্ত্রাসীদের কাছে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মাহমুদুর রহমান কুষ্টিয়া গিয়েছিলেন মামলার হাজিরা দিতে। জামিনও পেয়েছেন। জামিন পাওয়ার পর পরই তিনি দেখতে পেলেন চারদিক থেকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেছে। তখন তিনি কোর্টের কাছে সহায়তা চেয়েছেন, কোর্ট থেকে থানায় ফোন করা হলে ওসি কোনো ধরনের সহায়তা করেননি। তিনি বিভিন্নভাবে উচ্চ মহলে যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবং উচ্চ মহলের যোগাযোগ করার পরও কোনো ধরনের সহায়তা করেনি পুলিশ। বরং জোর করে কোর্ট থেকে বের করে সন্ত্রাসীদের কাছে তাকে তুলে দেওয়া হয়েছে।

রোববার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এই রাষ্ট্রযন্ত্র সম্পুর্ন ভাবে ভেঙ্গে পরেছে। আজকে পুলিশ যন্ত্র পুরোপুরি আওয়ামী লীগের হয়ে কাজ করছে। রাষ্ট্রের সকল যন্ত্র সরকারের ব্যবহারের যন্ত্রতে পরিনত হয়েছে। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আমি অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়