শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০১:৩৬ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে কার্যক্রম গুছিয়ে নেবে যুক্তরাষ্ট্রের ক্রেতা জোট এলায়েন্স

স্বপ্না চক্রবর্তী : ২০১৮সালের পরে বাংলাদেশে আর নিজেদের কার্যক্রম পরিচালত করবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতা জোট এলায়েন্স।

রোববার বাংলাদেশের পোশাক খাতে কর্মরত শ্রমিকদের নিরাপদে কাজ করার তদারকিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ক্রেতা জোট এলায়েন্স কর্তৃক আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এলায়েন্সের নির্বাহী পরিচালক সাবেক রাষ্ট্রদূত জিম এফ মরিয়ার্টি জানান, নির্ধারিত মেয়াদের পরে বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের সাথে জড়িত কোনো বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। তিনি বলেন, পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরি কতো হবে এই খাতের সাথে জড়িতদের মতামত অনুসারে নিজেদের কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। তবে আমরা আশা করছি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার মনিটরিং টিম তৈরি করবে। যাতে ভবিষ্যতে রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা না ঘটে। তিনি বলেন, আমাদের হেল্প লাইনে ২লাখ ৩৩হাজার শ্রমিকের ফোন এসেছে। আমরা যথাসাধ্যভাবে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তবে মেয়াদোত্তীর্ণের পর পরই আমরা আর এসব কর্মকান্ড থেকে নিজেদের বিরত থাকবো।

প্রসঙ্গত গত সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিদেশী ক্রেতাজোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে বর্ধিত মেয়াদের শেষে এ দেশ থেকে চলে যেতে হবে জানিয়ে বলেছেন, এরপর কোনোভাবেই তাদের আর সময় দেওয়া হবে না। ইতিমধ্যে আমাদের পোশাক খাতে তাদের পরিপূরক হিসেবে কারখানার কাঠামো, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্ত নিশ্চিত করারস জন্য আমরা সংস্কার সমন্বয়ক সেল বা রিমেডিয়েশন কো-অর্ডিনেশন সেল গঠন করেছি। তাই বাংলাদেশে আর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কোনো প্রয়োজনীয়তা নেই। এই বক্তব্যের ধারাবাহিকতায়ই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যালায়েন্স। এসময় জোটের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়