শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য চুক্তি না হলে ইইউও ৩৯ বিলিয়ন ইউরো বিচ্ছেদ বিল পাবে না: ব্রেক্সিট মন্ত্রী

লিহান লিমা: ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হলে ব্লকটিকে ‘বিচ্ছেদ বিল’ পরিশোধ না করার হুমকি দিয়েছে বৃটেন।

ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাব বলেন, বাণিজ্য চুক্তি এবং বিচ্ছেদ বিল শর্তসাপেক্ষে করা হবে, বৃটেন যদি বাণিজ্য চুক্তি করতে না পারে, ইইউও ৩৯ বিলিয়ন ইউরো বিচ্ছেদ বিল পাবে না। র‌্যাব আরো বলেন, সরকার আগেই বলেছে, বাজে চুক্তির চাইতে কোন চুক্তি না হওয়াই উত্তম।

কয়েক সপ্তাহ আগে ডেভিড ডেভিসের পদত্যাগের পর ব্রেক্সিট মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়া রাব সানডে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আর্টিকেল ৫০ অনুযায়ী আমরা ভবিষ্যত সম্পর্কের রুপরেখা নির্ধারণে সমঝোতায় যাব। সমঝোতা বা চুক্তির মানে কখনোই এটা হতে পারে না যে, আপনি এক পক্ষের সম্পূর্ণ চাহিদা পূরণ করবেন কিন্তু আরেক পক্ষ কিছুই পাবে না।

যদিও রবের আগে প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ডেভিড ডেভিসও ব্রেক্সিট বিল দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ডেভিস এটাও বলেছিলেন, যদি ইইউ ব্রেক্সিটের পর উত্তর আয়ারল্যান্ডকে তাদের নীতি অক্ষুণœ রাখার দাবিতে অটুট থাকে তবে ইউকে কোন ‘বিচ্ছেদ বিল’ পরিশোধ করবে না।

যদিও বৃটেনের ন্যাশনাল অডিট অফিসের অডিটর জেনালেল স্যার আমাস মোরসি এপ্রিলে আইনপ্রণেতাদের বলেছেন, বিচ্ছেদ বিল মানে হল ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে অন্তবর্তীকালীন সদস্যপদের প্রতি সম্মান জানানো, এর সঙ্গে ভবিষ্যত সম্পর্ক কি হবে, তার কোন সরাসরি সংযোগ নেই। বিজনেস ইনসাইডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়