শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধী কোটার পুনঃনির্ধারণসহ ৬ দফা দাবি

কায়েস চৌধুরী: সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অনুপাতে প্রতিবন্ধী কোটার পুনঃনির্ধারণসহ ৬ দফা দাবি জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ স‌ম্মেল‌নে এই দাবি জানায় তারা।

দাবিগুলো হলো: প্রতিবন্ধী জনগোষ্ঠীরর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে নূন্যতম ৫ শতাংশ কোটা ব্যবস্থা রাখতে হবে; তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে এতিম ও প্রতিব‌ন্ধীর ১০ শতাংশ আছে তা বাদ দি‌য়ে এতিম‌দের জন্য পৃথক ব্যবস্থা করে শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষিত করা; সকল প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে বাড়ানো; সরকারির পাশাপাশি বেসরকারি খাতে প্রতিবন্ধীদের নিয়োগের জন্য বিশেষ ব্যবস্থা; সরকারি চাকরিতে আবেদনের জন্য প্রতিবন্ধীদের বয়সসীমা বৃদ্ধি।

সংবাদ স‌ম্মেল‌নে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে প্রতিবন্ধী কোটা বিশেষভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। যেমন ভারতে ৩ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৪ শতাংশ, জার্মানে ৫ শতাংশ, জাপানে ৮.৮ শতাংশ, চিনে ৮.৫ শতাংশ। তাই বাংলাদেশর সরকারি চাকরিতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কোটা সংস্কার করে যথাযথ বাস্তবায়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হ‌বে।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন আয়োজক কমিটির আহ্বায়ক আলী হোসেন ও প্র‌তিবন্ধী শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়