শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জ্যাম’ সিনেমায় ফেরদৌস

মহিব আল হাসান : দীর্ঘ দশ বছর পর প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী কথাচিত্র থেকে নির্মাণ হতে যাচ্ছে 'জ্যাম' নামে একটি সিনেমা। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত।'

চিত্রনায়ক মান্না মারা যাওয়ার পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছিলেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

গতবছর কৃতাঞ্জলি কথাচিত্র থেকে জায়েদ খান প্রযোজিত সিনেমা 'অন্তর জ্বালার' পরিবেশনা করেছিলো। সেসময় ছবি প্রযোজনার ঘোষণা দেন প্রতিষ্ঠানটি। 'জ্যাম' শিরোনামের সিনেমা দিয়ে আবারও সিনেমা প্রযোজনায় আসছে প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ছবিটির দুই নায়িকা হিসেবে থাকছেন ঢাকার পূর্ণিমা ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।

মহরতের মাধ্যমে সিনেমার কলাকুশলীদের সাথে পরিচয় করে দেওয়ার আগেই এই ছবিতে কারা অভিনয় করছেন তা ইতিমধ্যে জানানো হয়েছে। তবে ছবিতে দুই নায়িকার বিপরীতে দুই নায়কের অভিনয় করার কথা। ইতিমধ্যে চিত্রনায়ক ফেরদৌসকে ছবিটির জন্য চূড়ান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস আমাদের সময় ডট কমকে বলেন, ‘দীর্ঘদিন পর মান্না ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা তৈরি হচ্ছে। আগে মান্না ভাই থাকতে বছরে দুইটির বেশি সিনেমা নির্মাণ হতো। এই ছবিতে আমি ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছি।

তিনি আরও বলেন, ' মান্না ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। উনি বেঁচে থাকতে তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। চলচ্চিত্রে মান্না ভাইয়ের মতো লোক বিরল।

চিত্রনায়ক মান্নার স্মৃতিচারণ করে ফেরদৌস বলেন, ' আজ মান্না ভাইয়ের কথা অনেক মনে পরছে। মান্না ভাইয়ের সাথে 'চিটার নম্বর ওয়ান' সিনেমায় অভিনয় করার সময় অনেক কিছু শিখতে পেরেছি। ডায়লগও বলে দিয়েছিলেন। একবার দেশের বাহিরে শো করতে গিয়ে তিনি সামনে থেকে সবাইকে আগলে রেখেছেন। শিল্পীদের পেমেন্টের বিষয়ে আগে সবাইকে দেওয়ার পর নিজে নিয়েছেন। এই বিষয়গুলো আজ অনেক মনে পরছে।

চলতি বছরের অক্টোরে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়