শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ১২:৩১ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অন কার্ডিওকেয়ার অনুষ্ঠিত

স্বপ্না চক্রবর্তী : রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল (প্রাক্তন আয়েশা মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতাল) কর্তৃক আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অন কার্ডিওকেয়ার ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত কনফারেন্সের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব জি. এম. সালেহ উদ্দীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, জ্যেষ্ঠ কার্ডিয়াক সার্জন প্রফেসর এস. আর. খান এবং হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল। কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এত বড় একটি বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন অবশ্যই সাধুবাদের দাবীদার। আমি আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন-প্রবীণ ডাক্তারদের মধ্যে যে অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময় হবে তার মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় এই দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। বর্তমান সরকার বেসরকারী স্বাস্থ্যখাতকে উদ্বুদ্ধ করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আমি ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালকে এমন একটি সময়োপযোগী অবাণিজ্যিক অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
লন্ডনের ই¤েপরিয়াল কলেজ স্কুল অব মেডিসিনের কার্ডিওলজিস্ট ডা. মঞ্জুর মো. শওকত, ভারতের চেন্নাইয়ের গ্লেনগল্স গ্লোবাল হেল্থ সিটির হেড অফ পেডিয়াট্রিক কার্ডিয়োলজি ডা. অরুল নারায়নন, মালয়েশিয়ার কার্ডিয়াক ভাস্কুলার সেন্ট্রালের কনসালটেন্ট কার্ডিওলজিস্ট দাতো ডা. তামিল সেলভান মুথুসামী, চীনের ফুয়েই হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট ডা. মো. মিসবাহুল ফেরদৌস, ভারতের জিই হেল্থকেয়ারের রিজিওনাল এপ্লিকেশন ¯েপশালিস্ট (প্রিমিয়াম সিটি ও এমআরআই) কুমার অভিষেক দুবে, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ ও চিফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. খন্দকার কামরুল ইসলাম সহ দেশবিদেশের ২৩জন হৃদরোগ চিকিৎসক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়