শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন কি ছাত্রলীগ সেই রক্ষীবাহিনীর ভূমিকা পালন করছে?

ফেসবুক পোস্ট: যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তার বিচার করবে আদালত।বিচারের দায়িত্ব তো কোন রাজনৈতিক সংগঠনের নয়।

মাহমুদুর রহমান একজন সাবেক সচিব।বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। সাবেক জ্বালানী উপদেষ্টা। একটি পত্রিকার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।তার হয়তো দলীয় সমর্থন রয়েছে।তিনি বিএনপির প্রতি দুর্বল। ধরে নিলাম তিনি সরাসরি বিএনপির রাজনীতিও করেন। বাংলাদেশের অনেক সাংবাদিকই তো রাজনীতি করেন। অনেক আমলাও তো আওয়ামী লীগ করেন। তাই বলে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে শারিরিক নির্যাতন করবে আর পুলিশ নির্বিকার ভূমিকা পালন করবে এটা খুবই দুঃখজনক।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তিনি বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। যদি করেই থাকেন তাহলে তার বিচার করবে আদালত। কেন সেই বিচারের দায়িত্ব ছাত্রলীগের হাতে তুলে নিতে হবে? বঙ্গবন্ধুর শাসনামলে সেনাবাহিনী, পুলিশ থাকার পরও রক্ষীবাহিনী দেশের বিভিন্ন স্থানে একটি প্যারালাল আদালত বা বিচার ব্যবস্থা চালু করেছিল। রক্ষীবাহিনীর হাতে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাসহ শতে শতে মানুষ নিহত হয়েছিল।এখন কি ছাত্রলীগ সেই রক্ষীবাহিনীর ভূমিকা পালন করেছে? বাংলাদেশে অপরাজনীতির পথ প্রস্থ করেছিল রক্ষীবাহিনী। অথচ বঙ্গবন্ধু যখন চরম বিপদের মাঝে স্বপরিবারে নিহত হলেন তখন বঙ্গবন্ধু তখন রক্ষীবাহিনীর সামান্যতম সহযোগিতা পাননি!

লেখাটি ‘বেলাল রিজভী’র ফেসবুক থেকে নেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়