শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৬ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০১৮, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই দেশে কেউ নাই এসব পিশাচ আর তাদের প্রভুদের থামানোর?? ছি. . : আসিফ নজরুল

শাহানুজ্জামান টিটু : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপরের হামলার ঘটনায় সমাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। অধিকাংশই তাদের ফেসবুক পেজে এই ঘটনার নিন্দার পাশাপাশি প্রশ্ন তুলেছেন এই দেশে কেউ নাই এসব পিশাচ আর তাদের প্রভুদের থামানোর? কেউ কেউ এঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা বলেছেন কোনো সভ্য দেশে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এমন জঘন্য হামলা মেনে নেয়া যায় না।

রোববার বিকাল ৫টা ২২ মিনিটে ঢাবির অধ্যাপক ড. আসিফ নজরুল ফেসবুক পেজে লিখেছেন, মাহমুদুর রহমান জামিন নিতে গেছেন। আদালতের ভেতর, পুলিশের সামনে তার মতো একজন সিনিয়র সাংবাদিকের উপর পৈশাচিকভাবে হামলা হলো! এটাও আমাদের মেনে নিতে হবে?

এটা একটা দেশ! এই দেশে কেউ নাই এসব পিশাচ আর তাদের প্রভুদের থামানোর?? ছি:

মো. শাজাহান নামে অারেক জন লিখেছেন, এই জঘন্য বর্বর হামলার নিন্দা জানানোর ভাষা জানা নেই। রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ এই ন্যক্কারজনক হামলা চালিয়ে দেশপ্রেমিক মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে রক্তাক্ত যখম করেছে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। কোনো সভ্য দেশে রাষ্ট্রীয় প্রশ্রয়ে এমন জঘন্য হামলা মেনে নেয়া যায় না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদের ভাষা যেন হারিয়ে ফেলেছি।

শেখ মো. তাজজুল ইসলাম তার পেজে লিখেছেন, আমরা কোন অসভ্য সমাজে বাস করছি। একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করলেন আদালতে সমাধান হবে, আবার তার উপর হামলা করে তাকে রক্তাক্ত করলেন।দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেছেন, পুলিশের সহতায় মজলুম, সৎ, নির্ভীক সাহসী লেখক, দৈনিক আমার দেশ এর সম্পাদক মসহমুদুর রহমানকে ছাত্রলীগ গুন্ডরা কর্তৃক রক্তাক্ত হামলা আর বাংলাদেশের মানচিত্রের উপর হামলা এক সূতায় গাঁথা। এদের রুখে দাড়াও বাংলাদেশ।।। সাইদুর রহমান খান বলেন, আল্লাহ তুমি জালিম হাত থেকে রক্ষা কর। কামরুল ইসলাম মনা বলেন, এটা উচিৎ হয়নি। এটা কুষ্টিয়ার কলংক হয়ে গেল। বোরহান উদ্দীন বলেছেন, জেগে উঠ বাংলাদেশ। এই হামলা মাহমুদুর রহমানের উপরে না এই হামলা আদালতের ও সকল জনগনের উপর। হে জনতা তোমরা আর কত দিন রক্ত দেখবে।

এম এম আমিনুর রহমান বলেন, যে কোন নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাস্ট্রের। মামলার হাজিরা দিতে যেয়ে হামলার শিকার হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

ইউসুফ আলী লিখেছেন, আদালত জামিন দিলেও জামিন দেয়নি ছাত্রলীগ। ওরা মানুষ না ওরা ছাত্রলীগ ওরা খুনী।

মো. তারেক আজিজ মামুন এই লজ্জা আমার আর আপনার নয় এই লজ্জা গোটা জাতীর লজ্জা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়