শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ১০:২৪ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশিত হলো টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকের মাসকট

স্পোর্টস ডেস্ক : ২০২০ সালে জাপানের রাজধানীতে বসবে টোকিও অলিম্পিক ও প্যারা-অলিম্পিকের আসর। গতকাল বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়া আসরের মাসকট প্রকাশিত হয়েছে। বিশ্বের সামনে দুই মাসকটকে তুলে ধরা হয়েছে সুপারহিরো হিসেবে। অলিম্পিক ম্যাসকটের নাম দেওয়া হয়েছে মিরাইতোওয়া এবং প্যারালিম্পিকের মাসকটের নাম রাখা হয়েছে সোমেইতি।

নীল-সাদা চেক পোশাকের মাসকট মিরাইতোওয়ার নামের অর্থ ভবিষ্যৎ ও অমরত্ব। বিশ্বক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তোলার অঙ্গীকার নিয়ে বিশ্বের সামনে আত্মপ্রকাশ করল মিরাইতোওয়া। অন্যদিকে, গোলাপী-সাদা পোশাকে ঢাকা প্যারালিম্পিকের মাসকট সোমেইতির নামের বাংলা অর্থ বৈচিত্র্য। জাপানের বিখ্যাত চেরি গাছের অনু্প্েররণায় তৈরি করা হয়েছে সোমেইতিকে। জাপানিজরা মনে করেন, চেরি গাছ হচ্ছে উদারতার প্রতীক।

জাপানি সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে এই দুই মাসকটকে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অলিম্পিকের মাসকট কেমন হবে তা বেছে দেওয়ার জন্য স্কুলে বাচ্চাদের আসরে নামিয়েছিল জাপান। অলিম্পিক কর্তারা বলছেন, মিরাতোওয়া খুব অ্যাথলেটিক। ছটফটে স্বভাবের এই মাসকট চটজলদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সোমেইতি তুলনামূলক শান্ত কিন্তু দৃঢ়।

মাসকট বাছাইয়ের ক্ষেত্রে শুরু থেকেই জাপান প্রচ- খুঁতখুঁতে। যদিও জাপানের এই মাসকট প্রকাশ পাওয়ার পর অনেকে বলেছেন, সাধারণত অলিম্পিক ম্যাসকট আরও অনেক বেশি আদুরে হয়। সেক্ষেত্রে মিরাইতোওয়া ও সোমেইতির লুকস আহামরি কিছু নয়। জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়