শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৯:০৮ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির স্পট নির্ধারণ না করার দাবি ওলামা লীগের

ফাহিম ফয়সাল: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে দুইশত কোরবানির পশুর হাট করা এবং নির্দিষ্ট স্থানে কোরবানির স্পট নির্ধারণ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

রবিবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সহ-সমমাননা ১৩ টি সংগঠনের আয়োজনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে বক্তরা বলেন, '‌বর্জ্য ব্যবস্থাপনার অজুহাতে প্রতিবছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোরবানি বিরোধী চক্রান্ত কারীদের নির্দেশে ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ দেশের সব সিটি কর্পোরেশনে পবিত্র কোরবানীর উপর হস্তক্ষেপ করে আসছে । পশু জবাইয়ের স্থান নির্দিষ্ট করার অবাস্তব ও অগ্রহণযোগ্য নির্দেশনা জারি করে আসছে। যা দেশের মুসলমানের ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।

কোরবানির পশুর হাট কমানোর ষড়যন্ত্র বন্ধ এবং রাজধানীতে দুইশত হার্ট করার দা‌বি জা‌নি‌য়ে বক্তারা বলেন, দুই কোটি জনসংখ্যার ঢাকা মেগাসিটিতে যেখানে কোরবানির পশুর হাট বাড়ানোর কথা সেখানে কোরবানি বিরোধীদের ষড়যন্ত্রে কমানো হয়েছে তিনটি পশুর হাট । গতবার এ সংখ্যা ছিল ২৩টি, এবার হয়েছে ২০টি । পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় ৩০ লাখ কোরবানি হয়ে থাকে সে অনুযায়ী মাত্র ২০টি পশুর হাট থেকে ১ লাখ ৫০ হাজার লোককে কোরবানির পশু সংগ্রহ করতে হবে যা অবাস্তব, অযৌক্তিক এবং অন্যায় সিদ্ধান্ত।

বক্তারা আরও বলেন, ঢাকাসহ সারাদেশে রাস্তাঘাটে পূজামণ্ডপ হতে পারে। রাস্তা বন্ধ করে রথযাত্রা হওয়ার পরও যদি যানজটে জনদুর্ভোগ না হয়। সেখানে মুসলমানদের ওয়াজিব কোরবানি করতে যানজটসহ বিভিন্ন অজুহাতে প্রতিটি এলাকায় পশুর হাট বরাদ্দ না করা এবং হাট কমানো কোরবানি বিরুদ্ধে কঠোর সম্প্রদায়িক সিদ্ধান্ত।

নেদারল্যান্ডের এমপি গিয়ার্ট উইল্ডার্স এর ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, নেদারল্যান্ডের এমপি গিয়ার্ট উইল্ডার্স হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে । কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নেদারল্যান্ড । পশ্চিমা রাষ্ট্রগুলো বাকস্বাধীনতার নামে দ্বীন ইসলাম ও মুসলমানদের ওপর পরিকল্পিত আক্রমণের সুযোগ করে দিচ্ছে। তাই ঢাকাস্থ নেদারল্যান্ড রাষ্ট্রদূতের মাধ্যমে এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং তাকে ফাঁসি দিতে হবে।

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আখতার হোসেন বুখারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুস সাত্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়