শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনার নজর এবার উইলিয়ানের দিকে

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। তবে রাশিয়ায় নিজের ফুটবল প্রতিভার জানান দিয়েছেন কিছু ব্রাজিলিয়ান। যার ফলে বিশ্বকাপের পর দল-বদলে তাদের ওপর নজর পড়েছে অনেক জায়ান্টদের। পুরো ফুটবল জগতের নজর কেড়েছেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। বাদ পড়েনি বার্সেলোনা কোচের চোখও। আর্নেস্তো ভালভার্দে দলে চান তাকে। তারই জের ধরে ব্রাজিলিয়ান এই তারকাকে কিনতে তিন দফা চেষ্টা চালিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

এ ব্যাপারে স্কাই স্পোর্টস জানিয়েছে, চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনতে এর আগে দ্বিতীয় দফা চেষ্টায় ৫৩ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি দিতে চেয়েছিল বার্সা। এবার তৃতীয় দফায় অঙ্কটা ২ মিলিয়ন পাউন্ড বাড়িয়ে ৫৫ মিলিয়ন পাউন্ড করা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে শেষ ষোলোর দুই লেগে উইলিয়ানের পারফরম্যান্সে মুগ্ধ হন বার্সা কোচ ভালভার্দে। দুই লিগের সেই লড়াইয়ে প্রথম লেগে গোল করেছিলেন উইলিয়ান। এরপরই তিনি ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে কেনার পরামর্শ দেন বার্সাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ জানিয়েছে, উইলিয়ানকে নিয়ে আলোচনা চলছে দুই ক্লাবের মধ্যে। চেলসি মালিক রোমান আব্রামোভিচ উইলিয়ানকে নাকি বেচতে রাজি আছেন। আর উইলিয়ান নিজেও নু ক্যাম্পে আসতে আগ্রহী। কাতালান ক্লাবটিও তাই তৃতীয় দফা চেষ্টায় উইলিয়ানকে দলে ভিড়িয়ে কোচকে সন্তুষ্ট করার ব্যাপারে আত্মবিশ্বাসী। ব্লেচার রিপোর্ট, স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়