শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট আচরণবিধি লঙ্ঘনের ছবি তোলায় সাংবাদিককে মারধর

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর ছবি তুলতে গিয়ে সিলেট সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকদের হামলায় আহত হয়েছেন দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র আলোকচিত্রী এ এইচ আরিফ।

শনিবার (২১ জুলাই) রাত ১০টার বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসময় কামরানের উচ্ছৃঙ্খল সমর্থকরা হামলার পাশাপাশি তার ব্যবহৃত ক্যামেরা ভাংচুর করে।হামলার শিকার সাংবাদিক এ এইচ আরিফ জানান, শনিবার রাতে বাগবাড়ি এতিম স্কুল রোড এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ বেঁধে সভার আয়োজন করেন কাউন্সিলর পদপ্রার্থী মখলিছুর রহমান কামরানের সমর্থকরা। সেখানে ছবি তুলতে গেলেই সমর্থকরা আরিফের উপর চড়াও হন। একপর্যায়ে ড্রাইভার বশিরের নেতৃত্বে ১০-১২ যুবক তার উপর হামলা করে এবং ক্যামেরা ভাংচুর করে। এতে আহত হন তিনি।

ঘটনার খবর পেয়ে তার সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে ওসমানীর তৃতীয় তলার ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়