শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৬:১০ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ককটেল বিস্ফোরণ মামলায় রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় ককটেল হামলার অভিযোগে গ্রেফতা হয়েছেন রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান মন্টু। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, গত ১৭ জুলাই নগরীর সাগরপাড়া বটতলায় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী পথসভায় ককটেল হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় গত মঙ্গলবার রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

তবে মন্টুর পরিবারের দাবি, পুলিশ মন্টুকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারে তারা জানেন না। পুলিশ এ সময় তার লাইসেন্সকৃত অস্ত্রটিও নিয়ে গেছে।

এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গণমাধ্যমকে জানান, গত ১৭ জুলাই নগরীর সাগরপাড়া বটতলায় ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।

অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, পুলিশ গভীর রাতে নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসা থেকে মন্টুকে ধরে নিয়ে গেছে। মন্টু তাঁর প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন বলে জানান বুলবুল।

প্রসঙ্গত, ১৭ জুলাই বেলা সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বুলবুলের নির্বাচনী পথসভা চলছিল। তাতে বক্তব্য রাখছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রূহুল কুদ্দুস তালুকদার দুলু।

সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শহীন শওকত, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু প্রমুখ।

এ সময় মুখোশ পরা ছয়জন দুর্বৃত্ত ৩টি মোটরসাইকেলে এসে সভাস্থলে পরপর ৩টি ককটেল ছুঁড়ে টিকাপাড়া সড়ক হয়ে পূর্বদিকে চলে যান। ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান ছাড়াও দু’জন সাংবাদিক আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তারা। এ হামলায় আওয়ামী লীগ জড়িত বলেও দাবি করেছেন দলটির নেতারা। তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপিই এ হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়