Skip to main content

নির্বাচনকে ঘিরে জাতিগত একতার আহ্বান জিম্বাবুয়ে প্রেসিডেন্টের

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ‘একজন কৃষকের গায়ের রঙ যাইহোক তিনি কৃষকই, এটা নিয়ে কথা বলা একধরণের অন্যায়। গায়ের রং কোনো বড় বিষয় হতে পারেনা।’ ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে দেশটির সকল মানুষকে জাতিগত একতার আহ্বান জানিয়ে শনিবার হারারে’তে এক জনসভায় এসব কথা বলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। এসময় তিনি সকল শেতাঙ্গ কৃষকদের আশ্বস্ত করে বলেন, কোনো কৃষকের গায়ের রঙের উপর নির্ভর করে তাদের ভূমি নেওয়া হবেনা। নানগাগওয়া বলেন, বর্ণ-বৈষম্যের ওপর নির্ভর করে কাউকে কোনো খামার নিয়ে কথা বলা বন্ধ করা উচিত। তিনি বলেন, ‘একজন কৃষকের গায়ের রঙ যাইহোক তিনি কৃষকই, এটা নিয়ে কথা বলা একধরণের অন্যায়।’ অন্যদিকে, আসন্ন এ নির্বাচনকে ঘিরে শেতাঙ্গ কৃষকদের ভোটের ক্ষেত্রে ‘মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ’ দলটি বেশ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে বিবিসি। উল্লেখ্য, দেশটির সাবেক প্রেসিডেন্ট মুগাবের ক্ষমতা ছাড়ার পর ৩৭ বছরের ইতিহাসে বছরের ক্ষমতায় এটিই দেশটিতে প্রথমবারের মত কোনো নির্বাচন, যেখানে ১২০টি দল অংশ নেবে বলে জানিয়েছে বিবিসি। আসন্ন নির্বাচনকে ঘিরে দেশটিতে তুমুল উত্তেজনা কাজ করছে। জনপ্রিয়তার দিক থেকে নানগাগওয়া এগিয়ে থাকলেও আরো ২৩জন প্রার্থী রয়েছে নির্বাচনটিতে। তবে নেলসন চ্যামিসা নামক এক প্রতিদ্বন্দ্বী বেশ ভাল অবস্থানে রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। বিবিসি

অন্যান্য সংবাদ