শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে ইরান কখনো মাথা নত করেনি

রাশিদ রিয়াজ : ইসলামি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের নানা ধরনের চাপ, হুমকি ও প্রতিশ্রুতি ভঙ্গকারী আচরণের সম্মুখীন হলেও ইরান কখনো মার্কিন আধিপত্যবাদের মোকাবিলায় মাথা নত করেনি। ইরানের সংসদ- মজলিসে শুরায়ে ইসলামির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের নয়া চেয়ারম্যান হেশমাতুল্লাহি ফালাহাত-পিশে এ মন্তব্য করেছেন।

শনিবার তেহরান সফররত জার্মান পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিশনের সদস্য টর্সটেন ফ্রাই’র সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ফালাহাত-পিশে বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো আন্তর্জাতিক চুক্তির প্রতি শ্রদ্ধাশীল নয় তা পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘটনায় আবারো প্রমাণিত হয়েছে।

ইউরোপীয় দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার যে প্রতিশ্রুতি দিচ্ছে সেকথা উল্লেখ করেন ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, ইউরোপীয় দেশগুলোর গৃহিত পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয় তার ওপর নির্ভর করে তেহরান পরমাণু সমঝোতায় টিকে থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সাক্ষাতে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন সরকারের আচরণে অসন্তোষ প্রকাশ করে টর্সটেন ফ্রাই বলেন, ওয়াশিংটনের আচরণকে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থি বলে মনে করে জার্মানি। তিনি আরো জানান, তার দেশসহ অন্যান্য ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতাকে কীভাবে আমেরিকাকে ছাড়াই টিকিয়ে রাখা যায় সে লক্ষ্যে কৌশল বের করার চেষ্টা করছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়