শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা 

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৩:১৪ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সুব্যবস্থাপনার উপর নির্ভর করে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট’

আশিক রহমান : এ বছর এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাসের হার ও ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ উভয় বিষয়ে গতবছরের তুলনায় খারাপ রেজাল্ট হলেও হৈচৈ করার কোনো কারণ নেই বলে মনে করেন শিক্ষাবিদেরা। তাদের মতে, শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা থাকলেও শিক্ষার্থীদের ভালো রেজাল্ট অনেকটা নির্ভর করে শিক্ষকদের ভালো পাঠদান ও শিক্ষা মন্ত্রণালয়ের সু-ব্যবস্থাপনার উপর। শিক্ষকেরা যদি ভালো পড়ান, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা ব্যবস্থা যদি শিক্ষায় সুব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে তাহলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, তা না হলে রেজাল্ট খারাপ হবে বলেও মনে করেন তারা।

এ প্রসঙ্গে শিক্ষাবিদ ড. অজয় রায় বলেন, এইচএসসিতে রেজাল্ট এবার খারাপ হলেও আগামীতে ভালো হবে। এ নিয়ে এত হৈচৈ, মাতামাতির কারণ নেই। পরীক্ষায় রেজাল্ট কোনো বছর খারাপ হবে, আবার অন্য বছর ভালো হবে। রেজাল্ট ভালো-খারাপ অনেকটা নির্ভর করে প্রশ্নপত্র, শিক্ষক ও শিক্ষা মন্ত্রণালয়ের সুব্যবস্থাপনার উপর। শিক্ষার সঙ্গে সম্পৃক্তরা যদি সমন্বয় করে একসঙ্গে কাজ করেন ভালো রেজাল্ট আমরা পাব। তা না হলে শিক্ষার্থীদের কাছে আমরা ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারি, কিন্তু বাস্তবে দেখা যাবে কিনা যথেষ্ট সন্দেহ থেকে যায়।

গবেষক ও শিক্ষাবিদ যতীন সরকার বলেন, এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে আমি খুব খুশি হয়েছি! আরও খুশি হবো যদি পাসের হার আরও নিচে নেমে আসে! পরীক্ষা সম্পর্কে নয়, আমার বরাবর উৎসাহ শিক্ষা সম্পর্কে। উৎসাহের জায়গাটা তো ধরে রাখতে পারি না। অভিভাবক ও শিক্ষকেরা কাউকেই শিক্ষার্থী বানাতে চান না। আমরা প্রথমে পরীক্ষার্থী, পরে নম্বরপ্রার্থী বানাতে চেয়েছি। এ অবস্থা যদি চলতে থাকে শিক্ষার বারোটা বাজবে। তিনি বলেন, আমাদের সময়ে পাসের হার ছিল ৩৮ শতাংশ। এতে কী শিক্ষার মান কম ছিল? পড়ালেখা কী আমরা শিখিনি? আমার ধারণা, পরীক্ষা এখন নিয়ন্ত্রিত হচ্ছে। আর এ নিয়ন্ত্রণের ফলে শিক্ষার প্রতি সংশ্লিষ্টদের নজর পড়বে বলে আমি আশাবাদী।

শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, পরীক্ষায় রেজাল্ট ভালো রেজাল্ট শুধু শিক্ষক-শিক্ষার্থীদের উপরই নির্ভর করে না, সরকারের পলিসির উপরও তা অনেকটা নির্ভর করছে। শিক্ষা ব্যবস্থায় সরকারের পলিসি ভালো বলে মনে হয় না আমার। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো রেজাল্ট ও জিপিএ-৫ বৃদ্ধির ব্যাপারগুলো সরকারের উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সরাসরি অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ করেন। যার ফলে রেজাল্ট খুব ভালো হয়, জিপিএ-৫ অনেক বেশি পায়। আবার জিপিএ-৫ কম পায়, পাসের হারও বেড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়