শিরোনাম

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৭:৪৯ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘৩০ লাখ শহিদের প্রতি সম্মান জানাতে সকলের গাছ লাগানো দরকার’

আ.ক.ম. বাহাউদ্দিন বাহার  : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল উদ্দেশ্য বৃক্ষরোপণ। যদি ত্রিশ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি মানুষ পালন করে, তাহলে যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূমি পেয়েছি, তাদের সম্মান প্রদান করা হবে। আমি আমার এলাকায় স্কুলের শিক্ষার্থীদের সাথে এব্যাপারে প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামে আমার সাথে শিক্ষার্থীরা সবাই সাথে একমত পোষণ করেছে যে, তারা সকলেই তাদের নিজ বাড়ীতে একটি করে গাছ লাগাবে। একজন শহিদের প্রতি শ্রদ্ধা রেখেই এ গাছটি লাগাচ্ছে। সেখানে আমি তাদের বলেছি, গাছটা লাগানোই বিষয় না। এই গাছটির যতœ করে এটিকে বড় করতে হবে। পরবর্তীতে সে গাছের সামনে গিয়ে দাঁড়ালে তার কাছে মনে হবে, আমার দেশটি ত্রিশ লক্ষ শহিদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে। তখনই সে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাাসিত হবে। আমাদের প্রিয়নেত্রী জাতির জনকের কন্যা এই চেতনা নিয়ে এগিয়ে চলেছেন। আমাদের দেশে ১৬ কোটি মানুষ বসবাস করছে, তার ১ কোটি লোকও যদি গাছ লাগাই শহিদদের সম্মানার্থে, তার মধ্য থেকে ৩০ লক্ষ গাছও যদি টিকে যায়, তাহলে এটি আমাদের জাতীয় চেতনার একটি বিশাল ব্যাপার হবে। আমরা কিছুদিন আগে দেখেছি, ২৫০ ফিট নিচে আটকা পড়েছে অনেক শ্রমিক। এর মধ্যে তাদের আন্তর্জাতিক দিবস ছিলো, তাদের রাষ্ট্রপতি সেখানে নিজে দাঁড়িয়ে গান গেয়েছেন, তাদের সাথে আছে দেশের মানুষ এটি বুঝানোর জন্য। পরবর্তীতে তাদেরকে সেই খনি থেকে উদ্ধার করেছে। শহিদদের স্মরণে গাছ লাগালে আমাদের দুটি দিক উপকার হবে। তার মধ্যে প্রধানত হচ্ছে, আমাদের দেশের পরিবেশ রক্ষায় কাজে আসবে এবং দ্বিতীয়ত শহিদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। আমি মনে করি, শহিদদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের জনগণের প্রত্যেকের একটি করে গাছ লাগনো উচিৎ।

পরিচিতি : সংসদ সদস্য, আওয়ামী লীগ /মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়