শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৫:২৮ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভালোবাসার লোভেই বঙ্গবন্ধু কন্যাকে মায়ের চোখে দেখি’

ডেস্ক রিপোর্ট : আমি ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হলেও সরকারি বাসা নাই। বেতন ছাড়া আর কোনো ইনকাম নাই। অফিসে কোনো উপরি নাই (এসেই বন্ধ করে দিয়েছি)। ট্রেনিং এর সম্মানীর টাকা ও বেতনের টাকা দিয়ে সরকারি প্রটোকলের মেহমানদারী করি। প্রাইভেট প্র্যাকটিস করি না দীর্ঘ বছর। যখন করতাম তখন বিশ রোগী দেখেও পাঁচশ টাকা হতো না। জীবনে কোনো ক্লিনিক থেকে এক টাকাও কমিশন খাইনি।

চব্বিশ বছর কুমিল্লায় বিএমএ'র নেতা ছিলাম। শত সহস্র ডাক্তারের তদবীর করেছি। এক টাকাও নেই নাই।
নিজের কোনো বাড়ি-গাড়ি নাই, নিজের নামে এ পৃথিবীর এক ইঞ্চি জায়গাও নাই।

বৌ-বাচ্চা সংসার নাই, মা নাই, খালার বাসায় খাই। পেনশনের টাকা দিয়া গ্রামের বাড়িতে এতিমখানা করবো ভাবছি এবং শেষ জীবনটা এতিম শিশুদের সাথেই কাটাবো ভাবছি।

বুড়ো বয়সে গ্রামের বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস করবো এক শর্তে, যেন রোগীরা পালা করে এই চিরকুমারকে তিনবেলা খাবার দেয়। আমার মতো এত বড় লোভী ( ???) ডাক্তার বাংলাদেশে নাই?

তবে লোভটা আমার মানুষের ভালোবাসার প্রতি। ভালোবাসার জন্যই আমি 'চিরকুমার', মায়ের ভালোবাসার লোভেই বঙ্গবন্ধু কন্যাকে মায়ের চোখে দেখি।

খালাকে মা জ্ঞান করে সুখে আছি। ভালোবাসার লোভেই ফেসবুকে বিশ্বজুড়ে হাজার হাজার বন্ধু আমার। ভালোবাসার লোভেই আমি এ পৃথিবীতে অনেক ত্যাগ স্বীকার করতে পারি।

মৃত্যুর পর আল্লাহপাক আমার গুনাহ মাফ করলে ইনশাআল্লাহ বলব, 'আল্লাহ, আমি বেহেশত চাই না। শুধু অনন্তকাল তোমার ভালোবাসা চাই। আমার মতো লোভী ডাক্তার ইহকালে-পরকালে নাই? আমিন।

(চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের ফেসবুক ও কালের কণ্ঠ থেকে নেওয়া)

  • সর্বশেষ
  • জনপ্রিয়