Skip to main content

টেকনাফে ৩০লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): টেকনাফ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩০লাখ টাকার মূল্যমানের ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত বড়ুয়ার পরিকল্পনায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা হতে তাকে আটক করা হয়। ধৃত নারী হচ্ছে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি ব্লকের শেড- ১০০৬২ এর ০২ নাম্বার কক্ষের বাসিন্দা আরিফ উল্লাহর স্ত্রী সেতারা বেগম(২৭)। তার শরণার্থী (এমআরসি) নাম্বার-৬৮৩১২। ওসি রনজিত বড়ুয়া জানান, বেশ কয়েকদিন ধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইয়াবা কারবারী এই সিন্ডিকেটের সাথে ক্রেতা সেজে যোগাযোগ শুরু করে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে এ এস আই জয়নাল আবেদীন, এ এস আই মুরাদ হোসেন ও নারী কনস্টেবল মর্জিনা বেগম সহ সঙ্গীয় ফোর্স শনিবার বিকালে ১০ হাজার ইয়াবা ক্রয়ের ফাঁদ পেতে জাদিমুড়া এলাকায় সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এসময় ওই নারীর সহযোগী কয়েকজন পালিয়ে যায় বলে জানান তিনি। ধৃতের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

অন্যান্য সংবাদ