শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৩:২৫ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য, বিনিয়োগ জোরদার করতে সম্মত থাইল্যান্ড ও ভুটান

আনন্দ মোস্তফা: থাই প্রধানমন্ত্রী প্রিয়ুত চান-ও-চা ও তার স্ত্রী নারাপরনের সঙ্গে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ও রানী জেতসান পেমা। ভুটান ও থাইল্যান্ডের মধ্য বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে জয়েন্ট ট্রেড কমিটিকে (জেটিসি) কাজে লাগাতে দুই দেশ রাজি হয়েছে।

বৃহস্পতিবার থিম্ফুতে অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টবগে’র সঙ্গে তার সরকারি বাসভবনে আলোচনায় মিলিত হন সফররত থাই প্রধানমন্ত্রী প্রিয়ুত চান-ও-চা। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিস্তৃত পরিসরে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে প্রধনমন্ত্রীর দফতরের উপমুখপাত্র লে. জেনারেল বীরাচন সুকনতাপাতিপাক জানিয়েছেন।

ভুটানের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের গুহায় আটকে পরা ১৩ ব্যক্তিকে উদ্ধারে সফল হওয়ার জন্য দেশটির প্রশংসা করেন।

মুখপাত্র জানান যে আলোচনাকালে দুই নেতা রাজকীয় ও সরকারি পর্যায়ে দুই দেশ ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এই সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন ক্ষেত্রে কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা করেন জেনারেল প্রিয়ুত ও টবগে। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, গণস্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি।

তারা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে জেটিসি-কে প্রধান ম্যাকানিজম হিসেবে কাজে লাগানোর ব্যাপারে একমত হন। ভুটান তার পর্যটন ও নির্মাণ খাতে থাই বেসরকারি খাতের বিনিয়োগ আশা করে। থাই বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রী ‘টু কিংডম ওয়ান ডেসটিনেশন’ ধারণার আওতায় যৌথ পর্যটন সহযোগিতা এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে থাইল্যান্ড ভুটানকে একটি হাসপাতাল প্রতিষ্ঠায় সহায়তা দিচ্ছে। সাউথ এশিয়ান মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়