শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির জয় পরিবারতন্ত্রের পরাজয়: অমিত শাহ

নূর মাজিদ: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সভাপতি অমিত শাহ বলেছেন, মোদির জয়ের ফলে পরিবারতন্ত্রের পরাজয় হয়েছে। রক্ষা হয়েছে ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য। শুক্রবার ভারতীয় পার্লামেন্টে কংগ্রেসের আনা অনাস্থা ভোটে বিজয়ী হয় তার দল বিজেপি। নস্যাৎ হয় মোদির রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি আনা চ্যালেঞ্জ। এরপরেই অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট বার্তায় এমন কথা বলেছেন।

তবে এসময় তিনি পরপর বেশকিছু টুইট করেন, যার অধিকাংশই ছিলো গণতন্ত্রের বিজয় আর পরিবারতন্ত্রের পরাজয় সংক্রান্ত বার্তা নিয়ে। এমনই এক বার্তায় তিনি বলেন, গণতন্ত্রের মশাল আমরা আজ সমুন্নত রেখে পরিবারতন্ত্রের নেতিবাচক রাজনীতিকে পরাজিত করেছি। আজকের এই বিজয়ে আমি নিজের পক্ষ থেকে বিজেপি’তে আমার সকল সহকর্মী এবং শরীক দলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই।

এদিকে অপর এক টুইট বার্তায় অমিত শাহ বলেছেন, আমাদের বিজয় গণতন্ত্রের বিজয়। কারণ, আজকের কংগ্রেস পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি, অভিজাততন্ত্র এবং তোষামোদের আখড়ায় পরিণত হয়েছে। তাদের এই আত্ম-অহংকার এবং অভিজাততন্ত্রের অংশ হবার অনুভুতি থেকেই তারা দরিদ্র পরিবার থেকে উঠে আসা একজন প্রধানমন্ত্রীকে হেয় করবার চেষ্টা করছে। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়