শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় অভিবাসী গ্রেপ্তার নীতির বিরুদ্ধে হাজারো লোকের বিক্ষোভ

মাহাদী আহমেদ : অস্ট্রেলিয়ায় অভিবাসী গ্রেপ্তার নীতির বিরুদ্ধে শনিবার দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ জানিয়েছে।
২০১৩ সালে অস্ট্রেলিয় সরকার অভিবাসন নীতি কঠোর করতে প্রশান্ত মহা সাগরীয় দেশ সমূহের সাথে এক চুক্তি স্বাক্ষর করে। উক্ত চুক্তিতে উল্লেখ করা হয় যে, নৌকাতে সাগর পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় পৌছানো কাউকে সেখানে বসবাস করতে দেয়া হবে না।

কোনও অবৈধ অভিবাসন প্রত্যাশি যদি সেখানে প্রবেশ করে, তবে তাদের গ্রেপ্তার করে পাপুয়া নিউ গিনি’র ম্যানাস দ্বীপে ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের নাউরু দ্বীপে প্রেরণ করা হয়।

সরকারের এ কঠোর অভিবাসন নীতির পঞ্চমবর্ষ উপলক্ষে এর তীব্র সমালোচনা করে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শণ করে।

বিক্ষোভকারীরা অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে ম্যানাস ও নাউরু দ্বীপের শিবির সমূহ বন্ধ করে দিয়ে তাদেরকে অস্ট্রেলিয়া’তে পাঠানোর আবেদন জানায়।

এ প্রসঙ্গে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচীর আহ্বায়ক ‘রিফিউজি অ্যাকশন কোয়ালিশন’ এর মুখপাত্র ইয়ান রিনটোল বলেন, আমরা সরকারের অভিবাসন নীতির পরিবর্তন এবং ম্যানাস ও নাউরু দ্বীপের অভিবাসী শিবিরসমূহ বন্ধের জন্য আন্দোলন করছি।

সম্প্রতি ম্যানাস শিবির সফর করে আসা ফাদার ডেভ স্মিথ বলেন, কোনও দেশ যারা অসহায় অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের আবেদন সরাসরিভাবে নাকচ করে দেয় এবং আশ্রয় প্রদানের পরিবর্তে তাদের ওপর নিপীড়ণ চালায়, তারা ভূল পথে পরিচালিত হচ্ছে। - এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়