শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব টেস্ট খেলতে চান না শুনে মর্মাহত আকরাম খান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ক্রিকেটপাড়ার গরম খবর- দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার টেস্ট খেলতে চান না। পাঁচ দিনের ম্যাচের প্রতি কাদের এতো অনীহা তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেই বলেছেন সাকিব, মুস্তাফিজসহ আরও কয়েকজন ক্রিকেটারের টেস্ট খেলার ব্যাপারে আগ্রহ নেই। এ কথা জেনে মর্মাহত বাংলাদেশের অভিষেক টেস্ট একাদশের সদস্য ও বর্তমান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

শনিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আকরাম খান। সেখানে তিনি বলেন, ‘শুনে তো আমার খুবই খারাপ লাগছে। কিন্তু এরকম হওয়া উচিত না।’ আকরাম মনে করেন তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার সাকিব। যে কারণে সব ধরণের ক্রিকেটেই অলরাউন্ডারের দেশের হয়ে খেলা উচিত। সাকিবের সম্পর্কে বলেন, ‘সে (সাকিব) আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে তাতে আমি মনে করি তিন ফরম্যাটেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাকিব। সেরা টিম করতে যে যে খেলোয়াড়কে দরকার তাদেরকে আমরা খেলাবো।’

টেস্ট খেলতে সাকিব আল হাসানের অনীহার ব্যাপারটি টের পাওয়া গিয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। সাউথ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন এই অলরাউন্ডার। পরে মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিবকে দেয়া হয় সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব। প্রথম সিরিজেই তার দল হতাশায় ডোবায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে ব্যাক্তিগত ফর্ম তার খারাপ ছিল না।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কেন এই ভঙ্গুর অবস্থা, জানতে চাইলে গতকাল শুক্রবার বিসিবি সভাপতি নানা বিষয়ের সঙ্গে কারণ তুলে ধরেন লাল বলে খেলতে ক্রিকেটারদের অনীহার ব্যাপারটি। সেখানেই একপর্যায়ে তিনি বলেন, ‘আমাদের দেশে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারা টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মুস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। তাদের কাছে টেস্ট অনেক কঠিন।’ এভাবেই সাকিব-মুস্তাফিজের বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়